ঝড়ের কবলে উড়োজাহাজ
- নয়া দিগন্ত ডেস্ক
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
মাঝ আকাশে ঝড়ের মুখে পড়েছিল যাত্রীবাহী উড়োজাহাজ। ফলে গন্তব্যের আগেই জরুরি অবতরণ করতে বাধ্য হলেন পাইলট।
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শুক্রবার সন্ধ্যায় নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝ আকাশে প্রবল বাতাসের মুখে উড়োজাহাজের গতি ব্যাহত হয়। দুর্ঘটনা এড়াতে বিমানটিকে কাছের বিমানবন্দরে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট।
ইউনাইটেড এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে নিউ ইয়র্ক স্টেওয়ার্ট বিমানবন্দরে নামানো হয়। সেখানে আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিমানের যাত্রীরা জানিয়েছেন, মাঝ আকাশে আচমকা বিমান দুলতে শুরু করে। সকলে আতঙ্কিত হয়ে পড়েন। বাইরে হাওয়া, ঝড়বৃষ্টি চলছিল। বিমানকর্মীরা যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিলেন। তবে গোলমালের মধ্যে অনেকেই আঘাত পান। কেউ আসন থেকে নিচে পড়ে গিয়েছিলেন। কেউ জানালায় ধাক্কা খেয়েছিলেন।
নিউ ইয়র্কের বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় অন্তত ২০০ জন যাত্রীকে। তার পরেও অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বিমান সংস্থা জানিয়েছে, কারও আঘাত তেমন গুরুতর নয়। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের দ্রুত সুস্থতা এবং নিরাপদ যাত্রার কামনা করেছেন। ইন্টারনেট।