০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

সড়কে প্রাণ গেল ৭ জনের

-

সুনামগঞ্জে এক পুলিশ কর্মকর্তা, ময়মনসিংহের ফুলপুরে ভাই-বোন ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এসিল্যান্ডের দ্রুত গতির গাড়িচাপায় এক ব্যবসায়ীসহ সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে সাতজন নিহত হয়েছেন।
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের তারাকান্দায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ভাই-বোন নিহত ও বাবা-মা আহত হয়েছেন। তারাকান্দা উপজেলা সদরের দক্ষিণ বাজারে রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার শিমুলচরা গ্রামের মোজাদ্দেস রহমানের মেয়ে মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬) ও ছেলে আনাস আহনাফ (২)। এ ছাড়া পিতা মোজাদ্দেস রহমান ও মা মুনিরা বেগম গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, তারাকান্দা দক্ষিণ বাজারে ঢাকাগামী মাইক্রোবাসের সাথে শেরপুরগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী দুই ভাই-বোন নিহত ও তাদের বাবা-মা আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বাসটিকে আটক করেছে।
সুনামগঞ্জ সংবাদদাতা জানান, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে শান্তিগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি সুনামগঞ্জ সদর কোর্টে কর্মরত পুলিশের এএসআই মহিউদ্দিন আহমেদ (৩৭)। তার বাড়ি হবিগঞ্জ জেলায়। এতে আহত হয়েছেন আরেক এএসআই মামুন মিয়া ও গাড়ির ড্রাইভার। গুরুতর আহত অবস্থায় তাদের কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। গতকাল রোববার দুপরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গরদহ নামক স্থানের এ দুর্ঘটনায় নিহত খলিলুর রহমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা। এতে আরো একজন আহত হয়। খর্ণিয়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহম্মেদ জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খুলনাগামী মোটরসাইকেলকে পেছন দিক দিয়ে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা খলিলুর রহমান ঘটনাস্থলে নিহত ও মোটরসাইকেলচালক সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের নাজমুল ইসলাম সামান্য আহত হন। নাজমুলকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিহত খলিলুরের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এসিল্যান্ডের দ্রুত গতির গাড়িচাপায় এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫)। গতকাল রোববার বিকেলে আমিনপুর এলাকায় গাড়িচাপায় তিনি নিহত হন। নিহত ওয়াহিদ হোসেন দিলীপ সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে। দিলীপকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। নেয়ার পথে তিনি মারা যান।
এ দিকে তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা: মোশারফ হোসেন সিজান তাদের ওপর চড়াও হয়ে কক্ষ থেকে বের করে দেন। একপর্যায়ে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিমকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। নিহতের লাশ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নিহত পরিবারের সাথে আমাদের আলোচনা চলছে। এসিল্যান্ডের গাড়ির চালকের গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরে পদক্ষেপ নেয়া হবে।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা সংবাদদাতা জানান, পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জোবায়ের আলম মনা (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী-রাজশাহী (আইআর) রোডের ঈশ্বরদীর গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের আলম মনা ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুরের মৃত সোনা মিয়ার ছেলে। ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রূপপুর প্রকল্পের কাজে নিয়জিত নিকিমথ কোম্পানির প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় মাম্পি মজুমদার (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাম্পি মজুমদার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের বোর্ড অফিস বাজার সংগলগ্ন দাশপাড়া এলাকার মনুরাজ মজুমদারের মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন মাম্পির চাচাতো বোন প্রেমা মজুমদার ও মাম্পির সাত বছর বয়সী কন্যা সন্তান। তার নাম পাওয়া যায়নি। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, রাস্তা পার হওয়ার সময় উত্তরা পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মাম্পি মজুমদার নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল