আসামের শিলচরে ভিসা আবেদন কেন্দ্র খোলায় ধন্যবাদ জানিয়েছে সিআরপিসি
- জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
- ৩১ মার্চ ২০২৪, ০২:০৯
ভারতের আসাম রাজ্যের শিলচরে বরাক উপত্যকা তথা দক্ষিণ আসামের জনসাধারণের সুবিধার্থে বাংলাদেশের একটি ভিসার আবেদন কেন্দ্র খোলায় দীর্ঘ দিনের দাবি অবশেষে পূরণ করা হয়েছে।
ভিসা আবেদন কেন্দ্র খোলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সহ গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার (মিশন প্রধান) মি.রুহুল আমিনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নাগরিক অধিকার রক্ষা কমিটি (সিআরপিসি)।
সিআরপিসির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাধন পুরকায়স্থ এক বিবৃতিতে বলেছেন, শিলচরে বাংলাদেশের একটি ভিসা কেন্দ্র খোলার ব্যাপারে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল এই সংগঠন। বাংলাদেশের গুয়াহাটিস্থ সহকারী হাইকমিশনারকে এ নিয়ে বারবার স্মারকলিপি দেয়া হয়েছিল। গত বছর সিলেটে অনুষ্ঠিত শিলচর-সিলেট উৎসবে একই দাবিতে সিআরপিসির পক্ষ থেকে সাধন পুরকায়স্থ ও সাংবাদিক মিলন উদ্দিন লস্কর বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হাতে আরো একটি স্মারকলিপি দেন। তৎকালীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন এই দাবির যৌক্তিকতা স্বীকার করে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিলেন।
অবশেষে শিলচরে একটি ভিসা আবেদন সংগ্রহ কেন্দ্র খোলায় সিআরপিসিসহ বরাক উপত্যকা ও দক্ষিণ আসামের বাংলাদেশ ভ্রমণ ইচ্ছুকরা সন্তুষ্টি ব্যক্ত করেছেন।
শিলচরে বাংলাদেশের ভিসা কেন্দ্র খোলার ব্যাপারে ইন্দো-বাংলা মৈত্রীর সচিব শুভদীপ দত্ত তিনিও দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন। এখানে ভিসা আবেদন কেন্দ্র খোলায় তিনিও সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
২০২৩ সালে তামাবিল (ডাউকি) স্থলবন্দর সফরকালে দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: মোস্তাফিজুর রহমানের সাথে আলাপ কালে জৈন্তাপুর প্রেস ক্লাব সভাপতি লেখক ও সাংবাদিক নূরুল ইসলাম শিলচরে ভিসা সংগ্রহ কেন্দ্র চালুর বিষয়ে তিনি দিল্লীর হাইকমিশনারের কাছে আহ্বান জানিয়ে ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা