১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে লোকসভার ৪৪ ভাগ সদস্য ফৌজদারি মামলার আসামি

-

ভারতের বর্তমান সংসদ সদস্যদের ৪৪ ভাগের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। এদের মধ্যে ২৯ ভাগের বিরুদ্ধে আবার গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ভারতের অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এক সমীক্ষা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে শনিবার দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে। আগামী ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে, যা সাত দফায় অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শেষ হবে ১ জুন।
অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) প্রতিবেদনে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগগুলোর মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি, অপহরণ ও নারী-সংক্রান্ত মামলা। ভারতের আইনসভার নিম্নকক্ষ হলো লোকসভা এবং লোকসভায় সংসদ সদস্যের সংখ্যা ৫৪৩। লোকসভার ৫১৪ সংসদ সদস্যের পেশ করা হলফনামা পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করেছে এডিআর।
প্রতিবেদনে বলা হয়েছে, ৫১৪ জন সংসদ সদস্যের মধ্যে ২১৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৯ জন সংসদ সদস্যের বিরুদ্ধে খুনের মতো অপরাধের মামলা রয়েছে, যার মধ্যে পাঁচজনই বিজেপির সংসদ সদস্য। ২৮ জন সংসদ সদস্যের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এই ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২১ জনই বিজেপির সংসদ সদস্য।
প্রতিবেদনে আরো বলা হয়, সংসদ সদস্যদের মধ্যে ৫ শতাংশ বিলিয়নিয়ার, অর্থাৎ ১০০ কোটি রুপির বেশি অর্থ-সম্পদের মালিক। সংসদ সদস্যদের মধ্যে মাত্র দু’জন শতভাগ অধিবেশনে উপস্থিত থেকে রেকর্ড গড়েছেন। তারা হলেন রাজস্থানের আজমিরের ভগীরথ চৌধুরী এবং ছত্তিশগড়ের কাঁকের আসনের মোহন মান্ডবী।

 


আরো সংবাদ



premium cement
সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল

সকল