০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সাভারে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবকের হাসপাতালে মৃত্যু

-

সাভারে সাতদিনের ব্যবধানে একই এলাকায় দর্বৃত্তের ছুরিকাঘাতে মো: শহিদুল ইসলাম (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চরধরমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি সাভারের ছায়াবিথি এলাকায় প্রবাসী মিতুর বাড়িতে ভাড়া থেকে ফিউচার ডেন্টালে অফিস সহকারী হিসাবে কাজ করতেন। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা তাকে ছুরিকাঘাত করেছে তার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি বলে জানান সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ।
বৃহ¯পতিবার সন্ধ্যার দিকে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দুপুরে পৌর এলাকার ছায়াবিথীর আমতলা এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
জানা যায়, দুপুরে শহিদুল বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুবৃর্ত্তরা ছায়াবিথী এলাকায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ফিউচার ডেন্টালের মালিক মো: বেলাল উদ্দিন বলেন, দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে শহিদুল বাসা থেকে বের হয়ে ছায়াবিথীর আমতলা এলাকায় যায়। প্রায় আধাঘণ্টা পরই তার কাছে খবর আসে শহিদুলকে কেউ ছুরিকাঘাত করেছে। তাকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে বাসস্ট্যান্ডের সুপার ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাভারের থানা রোডের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া ভর্তি করা হলে সেই খানেই শহিদুল সন্ধ্যার দিকে মারা যায়। শহিদুলের পকেটে একটি মোবাইল ফোন ছিল। ছিনতাইকারীরা সেটি ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করেছে বলে দাবি করেন তিনি। সাভার মডেল থানার (এসআই) সুদীপ কুমার গোপ জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, প্রায় সাতদিন আগে একই এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় আমজাদ হোসেন নামের এক ব্যক্তিকে। এ ঘটনায় কিশোর গ্যাং পিনিক রাব্বি গ্রুপের রাজিব শিকদার নামের একজনকে আটক করে বৃহস্পতিবার থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদ উৎখাত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না : এম এ হাশেম রাজু সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত পানামা ফারুক তাহসানের শ্বশুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীকে সেমিস্টার ড্রপ মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষে আহত ১২ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর হামলায় জড়িত ১৫ জন বরখাস্ত আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব ঘন কুয়াশায় বিমান ও ফেরি চলাচল বিঘি্নত বিএনপি নেতা এস এ খালেকের ইন্তেকালে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির মিয়ানমার থেকে সাগরপথে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ ড্রাইভার আবেদের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

সকল