১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতের আগ্রাসনে দেশ ক্রমেই পরাধীন অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে : চরমোনাই পীর

-

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশের সীমান্ত ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। দেশ হয়তো স্বাধীন আছে, কিন্তু ধীরে ধীরে ভারতের আগ্রাসনের কারণে দেশ পরাধীন হয়ে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার অবস্থা তৈরি হচ্ছে। বিএসএফ প্রতিনিয়ত দেশের বিভিন্ন সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা করছে। তার প্রতিবাদ না করে সরকারের শীর্ষ নেতারা ভারত বন্দনায় ব্যস্ত। ঢাকার অনুষ্ঠানে ভারতীয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়, স্বররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে। তিনি বলেন, বিরোধী দল ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। এতে ভারত যতটুকু না ক্ষিপ্ত, তার থেকে সরকারদলীয় লোকজন বেশি ক্ষিপ্ত। এটি ভালো লক্ষণ নয়।

গতকাল রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘ইসলামী শ্রমনীতি কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।


আরো সংবাদ



premium cement