পায়ুপথে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণেরবার
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ৩০ মার্চ ২০২৪, ০২:৫৫
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মনোরউদ্দিন এক ব্যক্তির পায়ুপথে পাওয়া গেছে ছয়টি স্বর্ণেরবার। এ তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় মসজিদবাড়ী চেকপোস্টের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১৭-এর ৭ এস এর ১৬৮ আর পিলার থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ি বিজিবি চেকপোস্ট এলাকায় গোপন অবস্থানে থাকে। একটি ইজিবাইকে মনোরউদ্দিন স্বর্ণের চালানটি ভারতে পাচার উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছিলেন তখন তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পায়ুপথে স্বর্ণেরবারগুলো রয়েছে। এ সময় তাকে আটক করে বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে শরীর স্ক্যানিং করে পায়ুপথে ছয় পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। যার ওজন ৭০০ গ্রাম। এবং আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার স্বর্ণসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা