০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড় ও ভয়াবহ শিলাবৃষ্টিতে ২০ গ্রাম লণ্ডভণ্ড

শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ব্যাপক ক্ষতি
-


ফরিদপুরের আলফাডাঙ্গায় গভীর রাতে হঠাৎ প্রবল ঘূর্ণিঝড় ও ভয়াবহ শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে তিনটি ইউনিয়নের ২০টি গ্রাম। এতে শতাধিক বসতঘর বিধ্বস্ত এবং গাছপালা ভেঙে পড়েছে, মাঠেঘাটে বাড়িতে শিলার স্তূপ জমেছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর চাপা পড়ে আহত হয়েছেন কয়েকজন গ্রামবাসী। বিদ্যুতের তার ছিঁড়ে এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়াইচ, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, তারাবির নামাজ ও রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন গ্রামাঞ্চলের বেশির ভাগ মানুষ। রাত ১টার দিকে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়োহাওয়া ও ব্যাপক শিলাবৃষ্টি। মাত্র ২-৩ মিনিটের ব্যবধানে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া, জয়দেবপুর, শিয়ালদি, পানিগাতি, বিলপুটিয়া, বানা ইউনিয়নের শিরগ্রাম, গড়ানিয়া, টাবনি, টোনাপাড়া, টোনারচর, পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট, ভাটপাড়াসহ ২০টি গ্রামের শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এসব বাড়িঘরের কেউ চোখের সামনে দেখতে পান ঘরের ছাউনি উড়ে চলে যাচ্ছে। ঝড়ের সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদুৎসংযোগ। ঝড়ের দাপটে অসংখ্য বড় বড় গাছ ভেঙে পড়েছে। সেগুলো গিয়ে পড়েছে বিদ্যুতের তারে। ফলে তার ছিঁড়ে একাকার।

অপরদিকে অতিরিক্ত শিলাবৃষ্টিতে বসতঘরের টিনের চালা ছিদ্র হয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে ছোট-বড় শিলা। এর সাথে ছিল বৃষ্টির পানিও। আঁতকে ওঠেন ঘুমন্ত মানুষ। মুহূর্তের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে বাড়িঘর, ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে আম, কাঁঠাল, লিচু, কলাগাছসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েন গ্রামের পর গ্রামের মানুষ। অর্ধশত পরিবার সহায়সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
ঝড়ে ক্ষতিগ্রস্ত পাকুড়িয়া এলাকার হারুন মোল্যা জানান, ‘গভীর রাতে ঝড়ে ঘরের চাল ভেঙে তার নিচে আমরা চাপা পড়ি। এতে আমার স্ত্রী ও আট বছরের নাতি গুরুতর আহত হয়েছে।’
রবিউল ইসলাম নামে অপর এক ক্ষতিগ্রস্ত জানান, ‘রাতে ঘুমিয়ে আছি। হঠাৎ ঝড়ে আমাদের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। এতে ঘরের সব মালামাল নষ্ট হয়ে গেছে।’
জয়দেবপুর এলাকার পারুল বেগম নামে এক গৃহিণী জানান, ‘ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে। মাটিতে শিলার স্তূপ জমে গিয়েছিল। এরকম শিলাবৃষ্টি এর আগে কখনো দেখি নাই।’
বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া এলাকার ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘আমার এলাকার প্রায় ৩০টি বাড়িঘরসহ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।’

পাঁচুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: গিয়াস উদ্দিন শেখ জানান, ‘অতিরিক্ত শিলাবৃষ্টিতে কিছু কিছু গ্রামে ঘরের টিনের চাল ঝাঁজরা হয়ে গেছে। এছাড়াও গ্রামের পর গ্রামের মাঠের ফসল নষ্ট হয়ে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’
পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের এজিএম ফাহিম হাসান বলেন, ‘ঘূর্ণিঝড়ের ফলে সেখানে কয়েকটি গ্রামে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, কয়েকটি খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুৎসংযোগ চালু করতে কাজ চলছে।’
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াছমীন বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ঝড় ও শিলাবৃষ্টিতে কয়েকটি এলাকার বেশকিছু বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করা হবে। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে। যাদের জরুরি সহায়তার প্রয়োজন তাদের জরুরি সহায়তা প্রদান করা হবে। যাদের দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন আমরা সেই বিষয়টিও বিবেচনায় রাখব।’
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: কামরুল আহসান তালুকদার বলেন, স্থানীয় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা হবে।

 


আরো সংবাদ



premium cement
সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি ১১ ইয়েমেনির ৫ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক : মুখপাত্র শিখা জানা গেল কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি

সকল