যত ষড়যন্ত্রই হোক ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না
- নিজস্ব প্রতিবেদক
- ২৮ মার্চ ২০২৪, ০১:১৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছন, বদরের প্রান্তরে রাসূল সা: বিপুলসংখ্যক কাফেরদের মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধের ময়দানে এগিয়ে গেছেন। তারপরই বিজয় এসেছে। তাই প্রত্যেক মু’মিনের আল্লাহর ওপর নির্ভর করা উচিত। আমরা আল্লাহর ওপর নির্ভর করে ঈমানের দৃঢ়তা নিয়ে ইসলামকে বিজয়ী করব, কোনো পরাশক্তির ওপর নির্ভর করে নয়। ইসলামী আন্দোলনকে কখনই পরাজিত করা যাবে না। কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। নানামুখী অপপ্রচার, জুলুম, নির্যাতনের পরও ইসলামী আন্দোলন এগিয়ে যাবে। এ দেশের মাটি ও মানুষের সাথে ইসলাম মিশে আছে। যতই চক্রান্ত ও ষড়যন্ত্র হোক না কেন, কোনো শক্তিই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না।
গতকাল রাজধানীর একটি মিলনায়তনে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, মহানগরীর সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, বদরের সাহাবাদের মতো দৃঢ়তা অর্জন করতে হবে। তাকওয়া ও সাহসিকতার সাথে ময়দানে উপনীত হতে হবে। আমরা যদি আজ সেই ঈমান অর্জন করতে পারি তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই আমাদেরকে পরাজিত করতে পারে।
ঢাকা মহানগরী উত্তর : ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত ন্যায়-ইনসাফের সমাজ এবং আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন বিজয়ী করার মাধ্যমে জাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেক সাহেবে নিসাব এবং বিত্তশালীদের মুক্তহস্তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গতকাল রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল থানা দক্ষিণ আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির অধ্যাপক আবু তৈয়বের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুসআব মুহাইমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দীন মানিক। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য বোরহান আলী, সালাহ উদ্দীন শাহীন ও জাকির হোসেন প্রমুখ।
জাকাত শীর্ষক আলোচনা সভা : এফডিইবি, ঢাকা মহানগরী উত্তরের উত্তরা জোন উদ্যোগে জাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এফডিইবি-ঢাকা মহানগরী উত্তরের অন্যতম উপদেষ্টা ড. মুহাম্মদ রেজাউল করিম। এফডিইবি-ডিসিএনের উত্তরা জোন পরিচালক ইঞ্জিনিয়ার আবুল হাসিমের সভাপতিত্বে ও উত্তরা পূর্ব ওয়ার্ড সভাপতি ইঞ্জিয়ার মো: মতিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় অফিস বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার হোসাইন বিন মানসুর, এফডিইবি-ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: তারিকুল ইসলাম তারেক ও এফডিইবি-ডিসিএন থানার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন মৈশান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন এবং টঙ্গী ওয়ার্ড সভাপতি ইঞ্জিয়ার শাহপরান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা