চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ৫
- চট্টগ্রাম ব্যুরো
- ২৮ মার্চ ২০২৪, ০১:১৪
চট্টগ্রাম সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- মঈনুল ইসলাম (২০), ওয়াহিদুল রহমান সুজন (২৪), আমিন ফয়সাল বিদ্যুৎ (২১), তৌহিদুল করিম ইমন (২১) ও মো: জাহিদ (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের দু’টি উপগ্রুপের মধ্যে কথাকাটির জেরে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এ সময় উভয় পক্ষের হাতে হকিস্টিক, রাম দা ও ইট-পাটকেল দেখা যায়। ক্যাম্পাসে সংঘর্ষ চলাকালে কলেজের বাইরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য কলেজের পশ্চিম পাশের বাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ওয়ালি উদ্দীন আকবার বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষে মারামারি করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর পরিস্থিতি শান্ত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা