ধামরাইয়ে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ২৮ মার্চ ২০২৪, ০১:১৪
ঢাকার ধামরাই উপজেলার পৌর শহরের মোকামটোলা মহল্লায় ইতালি প্রবাসী ইব্রাহিমের মালিকানাধীন পাঁচতলা ভবনের নিচতলায় আকস্মিক অগ্নিকাণ্ডের ভাড়াটিয়া নুরুল ইসলাম নান্নু মিয়াসহ তার পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছে।
গত মঙ্গলবার রাত ৩টার দিকে ধামরাই পৌরসভার মোকামটোলা মহল্লায় ইতালি প্রবাসী ইব্রাহিমের পাঁচতলা ভবনের নিচতলায় সিলিন্ডারের গ্যাস চুলার বিস্ফোরণে থেকে অগ্নিকাণ্ড ঘটে।
এ সময় ভবনের অন্যান্য ভাড়াটিয়া ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এ অগ্নিকাণ্ডে ভবনের নিচতলার ভাড়াটিয়া ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম নান্নু মিয়া (৬২), তার স্ত্রী সুফিয়া (৪৬), কন্যা সাথী (২১) ও ছেলে সোহাগ (১৮) অগ্নিকাণ্ডে দগ্ধ হলে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের পর ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল রানা বলেন, ঘরে সিলিন্ডার গ্যাস চুলা বা লাইনে লিকেজের কারণে জমানো গ্যাস থাকায় গ্যাস চুলায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণ হতে পারে।
অগ্নিকাণ্ডে দগ্ধ সোফিয়া জানান তিনি গ্যাস চুলা সিলিন্ডারে সাহরির জন্য রান্না করার সময় অটো সুইচ দেয়ার সাথে সাথেই ঘরে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে দগ্ধ নান্নু মিয়া সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের এলাকায়ধীন আওতায় কর্মরত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা