১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইরান সফরে হামাস নেতা ইসমাইল হানিয়া

-

ইরানের কর্মকর্তাদের সাথে বৈঠক করতে মঙ্গলবার তেহরান সফরে গেছেন হামাস নেতা ইসমাইল হানিয়েহ। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস হওয়ার এক দিন পর হানিয়ার তেহরান যাওয়ার এ খবর এলো। প্রেস টিভি।
ছয় মাস হতে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দিয়ে যাচ্ছে তেহরান। গাজা যুদ্ধে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ছোট্ট ওই ভূখ টি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এ অবস্থায় ইসরাইল সেখানে গাজাবাসীদের শেষ আশ্রয়স্থল মিসর সীমান্তবর্তী দক্ষিণের রাফাহ শহরে স্থল অভিযানের পরিকল্পনা করেছে। যে অভিযান পরিকল্পনাকে ‘ভুল’ বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। রাফায় ১১ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছে।
এ দিকে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ইসরাইল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব ইসরাইলি বন্দীদের নিঃশর্ত মুক্তির প্রস্তাব রেখে সোমবার যে প্রস্তাব তোলা হয়েছিল তাতে ভোট দান থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইলের পাশে দৃঢ়ভাবে অবস্থান নেয়া যুক্তরাষ্ট্র এত দিন নিরাপত্তা পরিষদে ওঠা বেশ কয়েকটি যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়ে সেগুলো বাতিল করে দিয়েছে। কিন্তু এবার ভেটো না দিয়ে বরং ভোটদানে বিরত থাকার মাধ্যমে দেশটি গাজা যুদ্ধ নিয়ে তাদের আগের অবস্থান পরিবর্তন করার বার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনে ক্ষুব্ধ হয়েছে ইসরাইল। সোমবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে কেবল যুক্তরাষ্ট্র ছাড়া আর বাকি ১৪ সদস্যই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। পরিষদের ১০ নির্বাচিত সদস্য এই প্রস্তাব এনেছিল। স্থায়ী পাঁচ সদস্যের কেউ একজন ভেটো দিলেই প্রস্তাব বাতিল হয়ে যায়।
যুদ্ধবিরতি প্রস্তাব পাস হওয়ার পরদিনই হানিয়ার তেহরান সফর স্পষ্টতই এই ইঙ্গিত দিচ্ছে যে তিনি সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্যই সেখানে গেছেন। হামাসের সবচেয়ে প্রভাবশালী সমর্থক তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব পাসের বিষয়টিকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এটি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।’ হামাসও জাতিসঙ্ঘের সর্বশেষ রেজ্যুলেশনকে স্বাগত জানিয়েছে। তবে বলেছে, একটি স্থায়ী যুদ্ধবিরতি হওয়া প্রয়োজন।


আরো সংবাদ



premium cement
জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের

সকল