সাবেক সেনাসদস্যসহ ৪ জন নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
পৃথক সড়ক দুর্ঘটনায় এক সাবেক সেনাকর্মকর্তাসহ চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা-ঢাকা মহাসড়কের লক্ষ্মীকান্দর এলাকায় একটি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং দু’জন গুরুতর আহত হয়েছেন।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মণ্ডল জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে হাইওয়ে সড়কের পৌর এলাকার লক্ষ্মীকান্দর স’মিলের সামনে একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শাহজাদা জোয়ারদার (৩৯) নিহত হন। গুরুতর আহত তার স্ত্রী আরাবি খাতুন ও প্রতিবেশী মনিরা খাতুনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহজাদা ঝিনাইদহের হাটগোপালপুর গ্রামের মজিদ জোয়ারদারের ছেলে।
মংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও অপর একজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢালিরখণ্ড এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখণ্ড এলাকায় একটি মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী হিমাদ্রি হিমু (২৪)। গুরুতর আহত হন মোটরসাইকেল থাকা হিমুর সহযাত্রী লিজন কুমার হাওলাদার (১৭)।
পরে লিজন কুমার হাওলাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের মেলান্দহে বালুবোঝাই ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম হালিম (৬২) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের নিহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার হাজরাবাড়ী বাজারে পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিন মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশের সূত্র থেকে জানা যায়, হালিম বাড়ি থেকে হাজরাবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হাজরাবাড়ী বাজারের পশ্চিম পাশে ফরহাদের স’মিল সংলগ্ন এলাকায় অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকের সামনে পড়ে যান তিনি। এ সময় ট্রাকটি হামিলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় হালিম।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম লিয়াকত আলী (৪৫)। তার বাড়ি মরিয়মনগর ইউনিয়নের ফরাশপাড়া গ্রামে। গত সোমবার রাতে চৌমুহনী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় লিয়াকত আলী নামে এক বাবুর্চি গুরুতর আহত হয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে চালকও আহত হয়। আহত দু’জনকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল চালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা