ট্রেইনি ও ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধসহ চার দফা দাবিতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। কর্মবিরতির তৃতীয় দিনে গতকালও দেশের বিভিন্ন হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
এ দিকে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের সাথে সরকারের তরফ থেকে এখনো যোগাযোগ করা হয়নি। তাই কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন আন্দোলরতরা।
পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: জাবির হোসেন সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত যেহেতু আমাদের দাবি দাওয়া সম্পর্কে কেউ কোনো আপডেট দেয়নি। কেউ আমাদের সাথে কোনো যোগাযোগও করেনি, সে কারণে কর্মসূচি এখনো চলছে। আমাদের সাথে ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতিতে আছেন।
ঢাকার মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা: মো: নিয়াতুজ্জামান গতকাল বলেন, ইন্টার্ন এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি মিলিয়ে ৫০ জন চিকিৎসক আছেন। তারা কর্মবিরতি করায় আজ (মঙ্গলবার) খুব একটা প্রভাব পড়ছে না। আমাদের এখানে যারা পোস্টেড চিকিৎসক আছেন, তারা রোটেশন ডিউটি করছেন। এখন রমজানে রোগীও একটু কম, তাই সমস্যা হচ্ছে না।
গত শনিবার থেকে ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনের ঘোষণা দেন। চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন তারা। পরে তাদের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। রোববার পর্যন্ত সময় চান তিনি। কিন্তু কবে নাগাদ সমাধান আসবে সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সুনির্দিষ্ট কোনো তারিখ বা ভাতা কত বাড়ানো হবে সেই সংখ্যা বলেননি।
এরপর রোববার থেকে ঢাকা এবং ঢাকার বাইরের হাসপাতালেও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।
তারা জানান, দেশে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক আছেন প্রায় আট হাজার, ইন্টার্নি চিকিৎসক আছেন চার হাজার। এই চিকিৎসকরা সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনায় অস্ত্রোপচারসহ সব ধরনের চিকিৎসা সেবা দেন।
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চিকিৎসকরা। গত বছর ওই ভাতার পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। তবে তাতে তারা সন্তুষ্ট নন। ইন্টার্ন চিকিৎসকরা ১৫ হাজার টাকা ভাতা পান, তারা সেটি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন। তাদের চার দফা দাবির মধ্যে এফসিপিএস, রেসিডেন্ট, ননরেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করার বিষয়টিও আছে।
এ ছাড়া বিএসএসএমইউর অধীনে ১২টি প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং ননরেসিডেন্ট চিকিৎসকদের ভাতা আবার চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা