দূতাবাসগুলো থেকে ই-মেইলের জবাব দ্রুত বিএমইটিতে পাঠানোর অনুরোধ
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ডিজির চিঠি- নিজস্ব প্রতিবেদক
- ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০, আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নিরাপদ অভিবাসনের স্বার্থে বিদেশের বাংলাদেশ দূতাবাসে মেইল প্রেরণের পর দ্রুত বিএমইটির কাছে তার জবাব পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। গত বুধবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) সালেহ আহমদ মোজাফফর স্বাক্ষরিত একটি চিঠি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমদ মুনিরুছ সালেহিনের কাছে পাঠানো হয়। ওই চিঠিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা-২০১৭ এর বিধান অনুযায়ী চাহিদাপত্র সত্যায়ন প্রসঙ্গের বিষয়ে বলা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা ২০১৭ এ অভিবাসীর চাহিদাপত্র মিশন বা দূতাবাস কর্তৃক সত্যায়িত করার বিধান রয়েছে। বিধান অনুযায়ী চাহিদাপত্র সরকার কর্তৃক অনুমোদিত অথবা দূতাবাস কর্তৃক সত্যায়নের প্রেক্ষিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অভিবাসীদের বহির্গমন ছাড়পত্র প্রদান করে থাকে। সিনিয়র সচিবের কাছে দেয়া ওই চিঠিতে আরো বলা হয়েছে, অভিবাসন নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত করার লক্ষ্য রিক্রুটিং এজেন্সি, নিয়োগকর্তা বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক মিশন বা দূতাবাসগুলোতে ই-মেইল এর মাধ্যমে চাহিদাপত্র সত্যায়নের নিমিত্তে যোগাযোগ করা হলে দ্রুততম সময়ের মধ্যে চাহিদাপত্রগুলো সত্যায়ন করে বিএমইটি দাফতরিক ই-মেইলে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মতামত তুলে ধরা হয়। তাই নিরাপদ অভিবাসনের স্বার্থে বিদেশের বাংলাদেশ দূতাবাস/মিশনে মেইল প্রেরণের পর দ্রুততম সময়ের মধ্যে বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তা কর্তৃক প্রেরিত ই-মেইলের উত্তর বা জবাব বা সত্যায়ন বিদেশের মিশন বা দূতাবাস থেকে প্রেরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে। উল্লেখ্য এর আগে গত সপ্তাহে নয়া দিগন্তে ‘বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র বন্ধ, কানাডা, ইতালিসহ ইউরোপের শ্রমবাজার বন্ধের আশঙ্কা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে বিএমইটির ডিজির পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা