বাবা-ছেলে ও যুবদল নেতাসহ নিহত ১১
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৩
সাতক্ষীরার আশাশুনিতে বাবা-ছেলে এবং কুষ্টিয়ায় এক যুবদল নেতাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল ১১জন নিহত হয়েছেন। নিহত অন্যরা হলেন- পাবনা সদর উপজেলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুইজন, বাগেরহাটে পৃথক ঘটনায় এক নারীসহ দুইজন, নাটোরের বড়াইগ্রামে এক বাইসাইকেল চালক, শেরপুর জেলায় মোটরসাইকেলচাপায় এক গৃহবধূ, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক এবং মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত এক ব্যক্তি।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলার আশাশুনিতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের আরোহী ছেলের মা গুরুতর আহত হন। গতকাল দুপুরে আশাশুনি-ঘোলা সড়কের কোদনাদাহ এলাকার কেরানীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার বাপ্পি (৩২) ও তার শিশু ছেলে পবিত্র সরকার তুর্ষ (৪)। গুরুতর আহত সুব্রত সরকারের স্ত্রী শ্যামলী সরকারকে (২৬) আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার জানান, সুব্রত সরকার তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে আশাশুনি সদর থেকে গ্রামের বাড়ি বলাবাড়িয়ায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সুব্রত ও তার শিশু ছেলে তুর্ষ নিহত হয়।
পাবনা প্রতিনিধি জানান, সদর উপজেলার টেবুনিয়ায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। গতকাল বেলা সোয়া ১১টায় উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রিফাত আল সিফাত (২১) ও রুম্মান (২০)। রিফাত পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো: কামরুজ্জামানের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন। রুম্মান চাটমোহরের মহেলা এলাকার মজনু মাস্টারের ছেলে।
পাকশী হাইয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে তিন যাত্রী ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অটোরিকশাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় চালকসহ অটোরিকশার চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক বাসটি পুলিশি হেফাজতে রয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, জেলার মোংলা ও ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল সকালে ফকিরহাটে ও বিকেলে মোংলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোংলা পৌর শহরের ভাসানী সড়ক কলেজ মোড় এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৪৫) ও ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া গ্রামের বাসিন্দা অনুপম পাল (৪৫)।
মোংলা থানার ওসি মো: সামছউদ্দিন জানান, মোংলা কলেজের দ্বিতীয় গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় গুরুতর আহত হন শাহনাজ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে ফকিরহাটের লখপুর এলাকায় মোংলা ভিআইপি লাগেজ কোম্পানির স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ওই কোম্পানির প্রোডাকশন ম্যানেজার অনুপম পাল গুরুতর আহত হন। তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত বুধবার রাতে নিহত হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইছাহক আলী মেম্বার (৪৮)। একই ঘটনায় গুরুতর আহত হন জেলা যুবদলের আহ্বায়ক কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন।
নিহত ইছহাক আলীর পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যার পর তারা সাংগঠনিক কাজ শেষে মোটরসাইকেলযোগে ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহরের দিকে আসছিলেন। পথে দশমাইল কাচারী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ইছহাক আলীকে ঢাকা নিয়ে যাওয়ার পথে মধ্যরাতে রাজবাড়ী এলাকায় তিনি মারা যান। নিহত ইছহাক আলী আইলচারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং এলাকার একজন পরিচিত ব্যবসায়ী। আহত যুবদল নেতা কামালউদ্দিন আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় বাইসাইকেল চালক ইসমাইল হোসেন মিন্টু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার আগ্রান বাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু উপজেলার জোয়াড়ী কারিগরপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী কারিগরের ছেলে। তিনি লীকোল বাজারে দর্জির কাজ করতেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, কাজ শেষে রাতে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কোনো এক গাড়ির নিচে চাপা পড়েন মিন্টু। স্থানীয়রা তাকে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর প্রতিনিধি জানান, জেলার পৗর এলাকায় গত বুধবার রাতে বেপরোয়া গতির এক মোটরসাইকেলচাপায় মমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূ একই এলাকার আব্দুল হান্নানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক নওহাটা এলাকার আব্দুল হালিমের ছেলে হিরা মিয়া (৩১)। আরোহী ছিলেন একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে আতিক মিয়া (৩২)। রাতে সদর উপজেলার কান্দিপাড়া থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তারা বাড়ি ফিরছিলেন। পথে কালীগঞ্জ মহল্লায় ওই গৃহবধূকে চাপা দিয়ে মোটরসাইকেল ফেলেই তারা পালিয়ে যায়। মোমেনাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় বাদল মাস্টার নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ জানায়, গতকাল দুপুর দুইটার দিকে বাংলাবান্ধা-পঞ্চগড় বাইপাস মহাসড়কের আজিজনগরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাদল মাস্টার তার বাড়ির পাশে পঞ্চগড়-বাংলাবান্ধাগামী বাইপাস মহাসড়কে এলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির এক প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে সড়কের পাশে একটি গর্তে গিয়ে পড়ে। স্থানীয়রা বাদল মাস্টারকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জেলার সিংগাইরে গাড়িচাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। গতকাল সকালে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লোকটি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত কোনো গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা