১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

বিভিন্ন স্থানে নিহত ৫ জন

-


দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। নিহত অন্যরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সিএনজিচালক, ময়মনসিংহের ভালুকায় এক অটোরিকশাচালক, বরিশালের উজিরপুরে নসিমনের এক যাত্রী, ভোলা সদরে এক শিশু এবং হবিগঞ্জের বাহুবলে একজন চা শ্রমিক।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় গতকাল সকালে বাসের ধাক্কায় সাহাব উদ্দিন (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। নিহত সাহাব উদ্দিন সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া গ্রামের আবদুল মালেকের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই দীপক কুমার সিংহ বলেন, একটি রিফুয়েলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে রাস্তায় ওঠার সময় চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় সাহাব উদ্দিনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় হেলাল উদ্দিন (২৭) নামে এক অটোচালক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ির তালতলীমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চরহাবর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি অজ্ঞাত মাইক্রোবাস মেহেরাবাড়ির তালতলীমোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে চালক হেলাল উদ্দিন সড়কের উপর ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের উজিরপুরে নসিমন উল্টে সুনীল হালদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে ধামুরা-উজিরপুর সড়কের জিরো পয়েন্টের সামনে নসিমনটি উল্টে গেলে বৃদ্ধ নিহত হন। নিহত সুনীল হালদার বড়াকোটা ইউনিয়নের কালীখোলা গ্রামের বাসিন্দা।

নিহতর ছেলে সাগর হালদার জানান, তার বাবা সকালে নসিমনে ধামুরা যাচ্ছিলেন। দুর্ঘটনার পর প্রথমে তাকে ধামুরা ক্লিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পথে তিনি মারা যান। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল আহসান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভোলা প্রতিনিধি জানান, ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের বাপ্তাবুড়ি মসজিদ সংলগ্ন এলাকায় গতকাল সকালে অটোরিকশা চাপায় মারিয়া নামে বারো-তেরো বছরের একটি শিশু নিহত হয়েছে। নিহত মারিয়া সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের ইসমাইল কাজীর মেয়ে। নিহতের চাচা আলী হোসেন জানান, ছোট এক চাচাতো ভাইয়ের জন্য মারিয়া দোকানে দুধের প্যাকেট কিনতে গিয়েছিল। রাস্তা পার হওয়ার সময় ইলিশা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে ছেড়ে আসা একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারিয়ার মৃত্যু হয়। ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির জানান, শিশুটির লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিলেট ব্যুরো জানায়, হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাড়ির চাপায় এক চা শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কাণু সাঁওতাল (৪৫)। তিনি বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুটিবাড়ি এলাকার লক্ষ্মণ সাঁওতালের ছেলে।


আরো সংবাদ



premium cement