২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১ দিনে সর্বোচ্চ ২৮৫ জন ডেঙ্গু আক্রান্ত

নগরীতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। ছবিটি মুগদা হাসপাতাল থেকে তোলা হয়েছে : নয়া দিগন্ত -

সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত হলো গতকাল বৃহস্পতিবার। গত বুধবার সকাল ৮টার পর থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে সারা দেশে ২৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। চলতি জুন মাসে এটা নিয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের এবং এ মাসে মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৫ জন। গতকাল যে ২৮৫ জন আক্রান্ত হয়েছে এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।


আরো সংবাদ



premium cement