নারায়ণগঞ্জে গণছিনতাই ছুরিকাঘাতে শ্রমিক খুন
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১৫ মার্চ ২০২৩, ০০:০৫
নারায়ণগঞ্জে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ শহর ও ফতুল্লায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন স্পিনিং মিলের শ্রমিক। অপর দিকে শহরের মণ্ডলপাড়ায় নারীর কান ছিড়ে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। একই সময়ে আরেক ব্যক্তির হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মালামাল নিয়ে গেছে। শহরের ছিনতাইয়ের ঘটনায় একজনকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করেছে জনতা।
খোঁজ নিয়ে জানা গেছে, ফতুল্লার কাশিপুরের চার নরসিংহপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে স্পিনিং মিলের শ্রমিক সুমন (৩০) যুবক খুন হয়েছে। অপর দিকে মণ্ডলপাড়ায় ছিনতাইয়ের ঘটনায় গুরুতর আহত রশিদ (৫০), রানী (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ফতুল্লার কাশিপুরে ছিনতাইকারীর কবলে পড়ে তারা স্পিনিং মিলের শ্রমিক সুমন (৩০)। ছিনতাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার পর প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা বেগতিক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। নিহত সুমনের সহকর্মী ইব্রাহিম জানান, ফতুল্লার কাশিপুরের চর নরসিংহপুর এলাকায় ছিনতাইকারীরা সহকর্মী সুমনকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যাবার খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে আসলে ডাক্তার সুমনকে মৃত ঘোষণা করেন। সুমনের লাশ এখন মর্গে রাখা আছে।
নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার জানান, আমার স্বামী নরসিংহপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি ওই এলাকায় একটি স্পিনিং কোম্পানির মেকানিক্যাল পদে চাকরি করতেন। সকালে বাসা থেকে হেঁটে অফিসে যাওয়ার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ কিছু টাকা হাতিয়ে নেয়। এ সময় তিনি বাধা দিলে তাকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তিনি আরো বলেন, আমাদের বাড়ি সিলেট জেলার সুনামগঞ্জ থানার ভাঙ্গাপাড়া এলাকায়। সে ওই এলাকার রজব আলীর ছেলে।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গোলাম মোস্তফা ইমন জানান, সুমনের বুকে আঘাতের মারাত্মক ক্ষত রয়েছে। অপর দিকে ছিনতায়ের ঘটনার শিকার রানী বেগমের (৫৫) কান কেটে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, এ ছাড়া রশিদ (৫০) নামের এক ব্যবসায়ীর হাত কেটে ছিনতাইয়ের ঘটনায় তাদের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
এ দিকে গণধোলাইয়ের শিকার টানবাজার এলাকার চিহ্নিত ছিনতাইকারী রাজা (২৫)কে পুলিশ গ্রেফতার দেখিয়ে একই হাসপাতালে চিকিৎসা করিয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে আসা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সুমনের মৃত্যু হয়েছে। তার লাশ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে। তবে নিহত সুমন-এর ছিনতাইয়ের ঘটনাটি ফতুল্লা থানা এলাকায়। রশিদ নামের এক ব্যবসায়ীর হাত কেটে ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারী গ্রেফতার আছে। ছিনতাই রোধে অবশ্যই কঠোর অবস্থানে থাকবে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান জানান, প্রতিটা ঘটনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা