২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশজুড়ে জানুয়ারিতে নির্যাতনের শিকার ২৪০ নারী ও শিশু

-

নতুন বছরের প্রথম মাসে সারা দেশে ২৪০ জন নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতি অনুযায়ী, গত মাসে সারা দেশে ১০৮ জন শিশু এবং ১৩২ জন নারী নির্যাতনের শিকার হয়েছে।
রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের জানুয়ারি মাসে নির্যাতনের শিকার নারী ও শিশুদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৮ শিশুসহ মোট ৫৪ জন। তার মধ্যে ছয়জন দলবদ্ধ ধর্ষণের শিকার এবং সাতজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়াও পাঁচজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ছয়জন এবং উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ছয়জন। যার মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে দু’জন।
এ ছাড়াও নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে দু’টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে চারজন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, এর মধ্যে দুইজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৪ জন। গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে পাঁচটি, যার মধ্যে একজন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ১৩ জন শিশুসহ ৩৬ জনকে হত্যা করা হয়েছে।
এ ছাড়াও দুইজনকে হত্যার চেষ্টা করা এবং চারজন শিশুসহ ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১২ জন শিশুসহ আত্মহত্যা করেছে মোট ৩৭ জন। আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে দু’জন এবং একজন আত্মহত্যার চেষ্টা করেছে। অপহরণের ঘটনার শিকার হয়েছে ৮ শিশুসহ মোট ১১ জন। এ ছাড়াও পুলিশি নির্যাতনের শিকার ১, সাইবার অপরাধের শিকার ৫ এবং আরো বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে মোট ১০ জন।
উল্লেখ্য, ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ঘটনার পেপার ক্লিপিংয়ের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদ নারী ও শিশু নির্যাতনের এই সংখ্যা প্রকাশ করে।


আরো সংবাদ



premium cement