ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে -ড. সালেহউদ্দিন
- অর্থনৈতিক প্রতিবেদক
- ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাতে সুশাসনের যা কিছু করণীয় তা দ্রুত, দৃশ্যমান ও সঠিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। রাজনৈতিক নেতাদের মতো দেখছি, দেখবো এরকম চলবে না। বরং বিশেষ ক্ষমতা ব্যবহার করে বলতে হবে এ সিদ্ধান্ত নিয়েছি, নিবো।
গতকাল শনিবার সকালে সেগুনবাগিচায় ডিআরইউ হলরুমে গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের চতুর্থ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়মনীতি তৈরির কাজটি জবাবদিহিতার আওতায় আনা দরকার। এ ছাড়াও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে দ্বিধার যে সমস্যা বিরাজ করছে- তা নিরসনে ব্যাংকিং অ্যালমানাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের রিয়েল (প্রকৃত) অর্থনীতির জন্য প্রকৃত তথ্য খুব প্রয়োজন উল্লেখ্য করে তিনি বলেন, বাজারে অনেক তথ্যই পাওয়া যায় কিন্তু তথ্যের দ্বিধা ও বিঘœ দূর করতে প্রকৃত তথ্য খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অনেক দেশের জন্য মডেল। এ জন্য দেশের অর্থনৈতিক ও ব্যাংকিং সেক্টরের নীতি নির্ধারকদের অবদান রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ। ব্যাংকিং অ্যালমানাক সম্পর্কে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকিং অ্যালমানাকের প্রকল্প পরিচালক ও শিক্ষাবিচিত্রার সম্পাদক আবদার রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ, বিএলএফসি (বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন) এর সাবেক চেয়ারম্যান মো: খলিলুর রহমান এবং ব্যাংকিং আ্যালমানাকের নির্বাহী সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ। পরে বইটির মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা