২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

বৃদ্ধ ও ছাত্র-শিক্ষক নিহত

-

নোয়াখালীর কবিরহাটে পিকাপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সাতক্ষীরার তালায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন এক প্রধান শিক্ষক। এছাড়া মিরসরাইয়ে এক ছাত্র নিহত হয়েছে।
নোয়াখালী অফিস জানায়, কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কবিরহাট-বসুরহাট প্রধান সড়কে সোনাপুরগামী পিকআপ ভ্যানটির ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান বৃদ্ধ শফি উল্লাহ (৬৫)। এলাকার লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফিউল্লাহ উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির মৃত নোয়াব আলীর ছেলে। কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সাথে সাথে চালক পালিয়ে যায়। এলাকাবাসী পিকআপটি আটক করে।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার তালায় এক সড়ক দুর্ঘটনায় মতিয়ার রহমান (৫৫) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় তিনি নিহত হন। নিহত স্কুল শিক্ষকের বাড়ি তালা উপজেলার মিঠাবাড়ী গ্রামে। তিনি জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ৪টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভৈরবনগর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে মারাত্মক আহত হন তিনি। স্থানীয় লোকজন সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সড়ক দুর্ঘটনায় তানভীর হোসেন সায়মন (১৮) নামে চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাবিলদারবাসা থেকে ছাগলনাইয়া উপজেলা সদরে যাওয়ার পথে সিএনজি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো: সেলিম উদ্দিন (৪০) ও রণি (৩২) নামে সিএনজির আরো দুই যাত্রী আহত হয়েছেন।
নিহত সায়মন করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের শফি উল্লাহ মিস্ত্রি বাড়ির শাহাদাত হোসেন শাহিনের একমাত্র ছেলে। সে হাবিলদারবাসা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।


আরো সংবাদ



premium cement
খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা : চিফ প্রসিকিউটর রংপুরে বজ্রপাতে নারীর মৃত্যু ফ্রান্সে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত বেশ ক’জন ইউক্রেনকে দেয়া অর্থ ফেরত চান ট্রাম্প চুরির কার্ড দিয়ে লটারি জিতে বিপাকে চোর গাংনীতে ভ্যানচালকের লাশ উদ্ধার দাবি আদায়ে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী গাজা পুনর্বাসন পরিকল্পনা থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ২ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান

সকল