স্বেচ্ছাসেবক দলের নেতাসহ বিভিন্ন স্থানে নিহত ৬
- নয়া দিগন্ত ডেস্ক
- ২০ আগস্ট ২০২২, ০০:০৫
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা, বান্দরবানে এক শিশুসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
কুমিল্লা সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় কাজী শামিম আকবর (৩০) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় শাহ আলম নামে আরো একজন আহত হন। গতকাল দুপুরে মহাসড়কের চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জানান, নিহত কাজী শামিম চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের কোমারডোগা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।
কামরুল হুদা আরো জানান, দুর্ঘটনায় আহত দু’জনকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরে শামীমকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, জেলার সিদ্ধিরগঞ্জে গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় লিজা (২২) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। নিহত লিজা কুমিল্লার বুড়িচংয়ের রামচন্দ্রপুর এলাকার আবুল হোসেনের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় লিজা রাস্তায় ছিটকে পড়ে গেলে পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুরে তার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বান্দরবান সংবাদদাতা জানান, সদর উপজেলার বালাঘাটা যাত্রী ছাউনি এলাকায় গতকাল দুপুরে ইজিবাইকের ধাক্কায় মিনহাজ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। মিনহাজ বান্দরবান সদর উপজেলার বালাঘাটা ১নং ওয়ার্ড এলাকার মো: তৈয়বের ছেলে।
স্থানীয়রা জানান, বালাঘাটা যাত্রী ছাউনি এলাকার একটি মুদিরদোকান থেকে খাবার নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে মিনহাজ রাস্তায় পড়ে যায়। এ সময় ইজিবাইকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথে পটিয়া থানা এলাকায় শিশুটি মারা যায়।
বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ইজিবাইকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাঙ্গামাটি সংবাদদাতা জানান, জেলার কাপ্তাই উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় সুইসাই মং মারমা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের বাঙ্গালহালিয়া সড়কের হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত সুইসাই মং উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়া তালতলি এলাকার মংচো মারমার ছেলে। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে লাশ এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। রাইখালী ফেরিঘাট থেকে প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা জানান, জেলার গোয়ালন্দ উপজেলায় বাসচাপায় ফজের আলী (৪০) নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল সকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজের আলী উপজেলার চর দৌলতদিয়া হাছেন মোল্লার পাড়ার জিন্নাত আলীর ছেলে। তিনি ভ্যানে করে ঘুরে ঘুরে ফল বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক ফজের আলী মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলেন। দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ফজের আলীর মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকাবাসী প্রায় ৩০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, বাসসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, জেলার মুক্তারপুর-টঙ্গীবাড়ী সড়কের শান্তিনগর এলাকায় গতকাল দুপুরে ইট ভাঙ্গার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে উত্তম দাস (৪২) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহত উত্তম দাস মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালী গোলাপাড়া এলাকার কানু দাসের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, সদর উপজেলার মুক্তারপুর থেকে ইটভাঙ্গার গাড়িতে করে দুপুরে সিপাহিপাড়ার দিকে যাচ্ছিলেন উত্তম দাস। পথে গাড়িটি উল্টে গেলে উত্তম দাসের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা