২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিভিন্ন স্থানে মুসল্লিদের ওপর হামলা

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

বিভিন্ন স্থানে মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ : নয়া দিগন্ত -

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে অসংখ্য মুসল্লিকে হতাহত করার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিলটি গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকা হতে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামছুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি মুজিবুর রহমানসহ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানার আমির ও সেক্রেটারিবৃন্দ।
মিছিল-উত্তর প্রতিবাদ সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকার সংবিধান ও আইনের শাসনের পরিবর্তে পরিকল্পিতভাবে দেশে খুন, গুম, বিচারবহির্ভূত হত্যার মহোৎসব চালাচ্ছে। বর্তমান আওয়ামী সরকার পার্শ্ববর্তী একটি দেশের রাষ্ট্রপ্রধানকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের ১৮ কোটি মুসলমানকে শত্রু ও প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে রক্তাক্ত করে এবং নিরপরাধ মুসল্লিদেরকে হত্যা করে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। একইসাথে সারা দেশের মুসলমানদের আহত করেছে। তিনি বলেন, এই ঘটনা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। বর্বরোচিত ও নৃশংস এসব হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রলীগ-যুবলীগের যেসব সন্ত্রাসী গুলি চালিয়েছে, প্রশাসনের যারা মুসল্লিদের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের মানুষ আজ একদলীয় স্বৈরাচারের হাতে জিম্মি হয়ে পড়েছে। তিনি সরকারের এই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে আ’লীগ : আলতাফ চৌধুরী বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ বসতঘরে আগুন : ডিসি-এসপির পরিদর্শন কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ ডুমুরিয়ায় স্কুলছাত্রের মৃত্যু : প্রেমিকার ২ মামা আটক সিরিয়ায় বাশারের পতনে বিদ্রোহের আশঙ্কায় দিন গুনছে সিসি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে : জামায়াত আমির মেহেরপুরে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে সচিবালয়ে অগ্নিকাণ্ড : সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি মির্জা ফখরুলের ‘বাংলাদেশী’ সন্দেহে হয়রানির শিকার ভারতের বাংলাভাষীরা সচিবালয়ে আগুনের কারণ এখনো জানা যায়নি : ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিশ বছরে বৈশাখী টেলিভিশন

সকল