০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

ছুটির দিনে বৃষ্টির ভোগান্তি

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক রাস্তা। বঙ্গবাজার এলাকা থেকে তোলা ছবি :নয়া দিগন্ত -

দ্বিতীয় দিনের মতো ভারী বৃষ্টিপাতে গতকালও ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ছুটির দিনে দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঈদ কেনাকাটায়ও ভাটা পড়ে। বিকেলে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার একটানা তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনকি মগবাজার ও খিলগাঁও ফ্লাইওভারেও পানি জমে যায়। গতকাল টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীতে বৃষ্টি নামে। বেলা ২টার দিকে শুরু হওয়ায় এ বৃষ্টিপাত বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকে। ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কে পানি জমে যায়। সরেজমিন গুলিস্তান, মতিঝিল, আরামবাগ, কমলাপুর, শাহজাহানপুর, রাজারবাগ, ধানমন্ডি ২৭, পান্থপথ, মালিবাগ চৌধুরীপাড়ার সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এ পানি রাত অবধিও সড়কে জমেছিল। সড়কে জলাবদ্ধতা ও রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। ইকবাল হোসেন নামে এক পথচারী বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ার পরও জলাবদ্ধতার কারণে রাস্তায় হাঁটা যাচ্ছে না। বিকেলে বৃষ্টির কারণে যারা ছুটির দিনে মার্কেটে যাওয়ার পরিকল্পনা করেন তারা কিছুটা বিপাকে পড়েন। তবে সন্ধ্যার পর পরিবেশ অনুকূল থাকায় ক্রেতারা মার্কেটে ভিড় জমান। খিলগাঁও তালতলা মার্কেটের বিক্রয়কর্মী আসাদুর রহমান বলেন, ঈদের সময় শুক্রবার ছুটির দিনে ক্রেতাদের আগমন বেশি হয়। কিন্তু দুপুরে বৃষ্টি হওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছিলাম। অবশ্য সন্ধ্যা থেকে ক্রেতারা মার্কেটে আসায় ক্ষতি কম হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
বিএনপির দাবি নির্বাচনী রোডম্যাপ, জামায়াত চায় আগে সংস্কার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নারায়ণগঞ্জের মসজিদসহ শতাধিক স্থাপনা ‘রংপুরে প্রত্যেকটি মন্দির পাহারা দিবে জামায়াত শিবির নেতাকর্মীরা’ ব্যাটিং-ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশের নৌবাহিনীর অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী আটক তারাগঞ্জে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার এলাকা যানজট সুনামগঞ্জের দিরাইয়ে আ’লীগ নেতা গ্রেফতার অন্যায় করে পার পাওয়া যায়, এ সংস্কৃতি থেকে বের হতে হবে : অর্থ উপদেষ্টা নোয়াখালীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে সরকারি চাল বিক্রি করে ভারতে পালানোর সময় খাদ্য কর্মকর্তা আটক কেরানীগঞ্জে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

সকল