২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

‘জীবনের পাতা’ বইয়ের মোড়ক উন্মোচন

দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদের জীবনের পাতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবরসহ অতিথিরা : নয়া দিগন্ত -

দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদের আত্মজীবনীমূলক বই ‘জীবনের পাতা’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি দেশের অর্থনীতি, সমাজ এবং মানুষের জীবনযাত্রার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, সিটি এডিটর আশরাফুল ইসলামসহ সাংবাদিক, শিল্পী ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।

বইটির লেখক শিব্বির মাহমুদ জানান, ‘জীবনের পাতা’ লেখার জন্য তাকে উৎসাহিত করেছেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী এবং সিটি এডিটর আশরাফুল ইসলামসহ নয়া দিগন্ত পরিবারের সদস্যরা। তারা তাকে বইটি লেখার প্রেরণা দিয়েছিলেন, যদিও শুরুর দিকে তিনি কিছুটা অনীহা প্রকাশ করেছিলেন। তবে তাদের উৎসাহে তিনি বইটি লেখা শুরু করেন। নয়া দিগন্তের সিটি এডিটর বইটির বিভিন্ন পর্ব সম্পাদনা করে মাসিক অন্য দিগন্তে প্রকাশ করেন। ২৬ মাস ধরে প্রতি সপ্তাহে তিন ঘণ্টা করে সময় দিয়ে তিনি বইটির সম্পাদনা সম্পন্ন করেছেন। তার দীর্ঘ চেষ্টার ফলে বইটি লেখা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, বইটি শুধু তার ব্যক্তিগত জীবনের গল্প নয়; বরং এটি দেশের অর্থনীতি, সমাজ ও মানুষের জীবনযাত্রার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। বইটিতে লেখক তার জীবনের নানা অভিজ্ঞতা, শিক্ষা এবং ব্যবসায়িক জগতের দিকগুলো তুলে ধরেছেন। দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ, সমসাময়িক ঘটনাবলি এবং জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রা এ বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্গ। বইটির নাম ‘জীবনের পাতা’ রাখার পেছনে লেখকের লক্ষ্য ছিল জীবনের প্রতিটি অধ্যায়, আর্থিক পরিবর্তন, মানুষের জীবনধারা এবং সমাজের পরিবর্তনশীল ছবি ফুটিয়ে তোলা।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে শিব্বির মাহমুদ বলেন, আজ আমার জন্য একটি বিশেষ দিন। ‘জীবনের পাতা’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এটি আমার একান্ত অনুভূতি, চিন্তা এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতিফলন। লেখক হিসেবে আমি বিশ্বাস করি, প্রতিটি গল্প বা রচনা যেন এক নতুন দিগন্তের সূচনা। তিনি আরো জানান, বইটি মূলত আত্মজীবনীমূলক, তবে এতে সমসাময়িক ঘটনা, জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতি, অর্থনীতি এবং মানুষের জীবনাচারের বিভিন্ন দিকও তুলে ধরেছি।

 


আরো সংবাদ



premium cement