২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

সমঝোতার প্রস্তাব চোরের সাথে!

-

চুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তারা পেয়েও যান ৫ লাখ ইউরো (বাংলাদেশী মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। কিন্তু সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এ দিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
এপির এক প্রতিবেদনে জানা যায়, চলতি মাসের শুরুতে জঁ-ডেভিড ই নামে এক ব্যক্তির গাড়ি থেকে তার ব্যাকপ্যাকটি চুরি হয়। ব্যাগে ব্যাংক কার্ডসহ অন্যান্য নথিপত্র ছিল। ব্যাকপ্যাক হারানোর বিষয়টি টের পেয়ে ব্যাংকে ফোন দিয়ে কার্ড ব্লক করতে বলেন জঁ-ডেভিড। এ সময় তিনি জানতে পারেন, এরই মধ্যে কার্ডটি স্থানীয় একটি দোকানে ব্যবহৃত হয়েছে।
দোকানে খোঁজ নিয়ে জানা যায়, দুই ব্যক্তি ওই কার্ডটি ব্যবহার করে একটি স্ক্র্যাচ-অফ লটারি কিনেছিল। লটারিটিতে তারা প্রায় ৫ লাখ ইউরো জিতে যায়। এ খুশিতে তারা নিজেদের জিনিসপত্র ফেলে ছুটতে ছুটতে চলে যায়। এ খবর পাওয়ার পর জঁ-ডেভিড ওই চোরদের সন্ধানে উঠেপড়ে লেগেছেন। তিনি তাদের সঙ্গে লটারিতে পাওয়া টাকা ভাগ করার প্রস্তাব দিয়েছেন।
কিন্তু ফ্রান্সের ‘সবচেয়ে বিখ্যাত পলাতক’ খ্যাতি পাওয়া চোরদের এখনো সন্ধান মেলেনি। গত শনিবার ফরাসি লটারি প্রতিষ্ঠান লা ফ্রাঁসেইজ ডে জু (এফডিজে) জানায়, ওই লটারির টিকিটটি নিয়ে কেউ এখনো আসেনি।
জঁ-ডেভিডের আইনজীবী পিয়েরে ডেবুইসন এপিকে বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য গল্প, তবে এটি পুরোপুরি সত্য।’
জঁ-ডেভিড চুরির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। তবে তিনি বলেছেন, যদি চোরেরা তার সঙ্গে যোগাযোগ করে টাকার ভাগ দিতে রাজি হয়, তাহলে তিনি অভিযোগ প্রত্যাহার করে নিতে প্রস্তুত।

 


আরো সংবাদ



premium cement