২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`
চবিতে পাকিস্তান হাইকমিশনার

এ অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতায় একযোগে কাজ করতে চাই

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন : নয়া দিগন্ত -

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পারস্পরিক কল্যাণের ভিত্তিতে বিকশিত হচ্ছে। উভয়ের অর্থনৈতিক উন্নতিতে দুই দেশ কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ক্ষেত্রেও উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে। হাইকমিশনার আরো বলেন, সামনের দিনগুলোতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো মজবুত হবে বলে আমরা আশাবাদী। আমরা এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য একযোগে কাজ করতে চাই। আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পারস্পরিক স্বার্থে বর্তমান ও আগামীর পথে চলতে চাই।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগ আয়োজিত রিসেন্ট ডাইনামিকস অব পাকিস্তান-বাংলাদেশ রিলেশনস শীর্ষক বিশেষ বক্তৃতায় এসব কথা বলেন।
চবি সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে আয়োজিত বক্তৃতায় সভাপতিত্ব করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহফুজ পারভেজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আলাউদ্দিন মজুমদার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, প্রফেসর ড. ভূঁইয়া মনোয়ার কবির, ড. আনোয়ার হোসেন মিজি, আক্কাস আহমদ, নিয়াজ উদ্দিন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement