২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

চারজনের অটোয় ১৯ জন!

-

অটোয় আসনসংখ্যা সর্বসাকুল্যে চারটি। আর সেই চার আসনে বসে রয়েছেন ১৯ জন যাত্রী! ছোট জায়গার মধ্যে একে অপরের গায়ের উপর চড়ে বসে রয়েছেন তারা। অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে। ঘটনাটির ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
এতে দেখা গেছে, ওই অটোর চালক ট্র্যাফিক আইন লঙ্ঘন করে চারজনের বদলে ১৯ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি পুলিশের নজরে পড়ে। এর পরেই অটো এবং যাত্রী-সহ চালককে আটক করে পুলিশ।
ভিডিওতে আরো দেখা গেছে, একটি ছোট অটোর ভেতরে গাদাগাদি করে বসে রয়েছেন যাত্রীরা। চালকের দু’পাশে বসেছেন তিনজন আর পেছনে বসেছেন প্রায় ১৫-১৬ জন। একে অপরের গায়ের উপর উঠে বসে রয়েছেন তারা। পুলিশ অটোটি আটকের পর একে একে বেরিয়ে আসেন তারা।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতোমধ্যে বহু মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওটিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement