২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৫ যাত্রী অন্যান্য স্থানে ৬ জন নিহত

-

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছে। চকরিয়া, সরিষাবাড়ি, কাশিয়ানী ও ভালুকায় আরো ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই যুবক ও এক শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া নরসিংদীতে বাস-ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
বগুড়ার দুপচাঁচিয়ায় গত শুক্রবার ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের পাঁচ যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতেরা হলেন জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়াদীঘি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোজাহার আলী (৬০), একই এলাকার মো: সাইফুলের ছেলে সাদিকুল ইসলাম (৪০) ও নওগাঁর সান্তাহারের মৃত মনছুরের ছেলে শহিদুল ইসলাম (৬০) দুপচাঁচিয়া উপজেলার মাঝিপাড়া গ্রামের মেজবাহুল হক স্বাধীন (৩২) ও ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫)।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক ও তিনজন স্থানীয় একটি টাইলস কারখানার শ্রমিক। তারা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে নিহত চারজনের লাশ পাওয়া যায়। অপরজনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী একটি ভ্যান গাড়ি নওগাঁ- বগুড়া আঞ্চলিক সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয় ভ্যানকে।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চকরিয়া উপজেলার উপকূলীয় কোনাখালী ইউনিয়নের মরংঘোনা সেতু সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রলিতে থাকা দুই যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামার বাজারপাড়া এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে মোহাম্মদ রুবেল (২৮) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলহাচুরার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম (২২) বলে জানা যায়।

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়িতে স্কুল ছাত্ররা পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাতারিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাড়ি সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামে। তার বাবার নাম সিদ্দিকুর রহমান।
স্কুল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে পিকনিকে যাচ্ছিল দুইটি বাসে ১৩০ জন ছাত্রছাত্রী। এর মধ্যে একটি বাস দুর্ঘটনায় কবলিত হয়। স্কুল থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর ছাতারিয়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে রাশেদুল গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়ককের নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় সকালে সিলেটমুখী মাল বোঝাই একটি ট্রাকের সাথে ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেট কারেও সংঘর্ষ ঘটে। এতে বাস ট্রাক ও প্রাইভেট কারে থাকা ৬৩ জন যাত্রী আহত হয়।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে কাশিয়ানীতে যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহনের সংঘর্ষে গাড়ির ড্রাইভার ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
গতকাল উপজেলার হিরেন্যকান্দি সাম্পান রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো: জনি। নিহতরা হলেন- টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ড্রাইভার মো: মন্টু ও সুপারভাইজার আরিফ মিয়া।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালক পল্টন (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার ধীতপুর বাজারে ওই দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় মহিলাসহ সিএনজির চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, সকালে উপজেলার ধীতপুর বাজারে ভালুকা গফরগাঁও সড়কে ভালুকাগামী সিএনজি চালিত অটোরিকশা ও গফরগাঁওগামী পিকআপের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উপজেলার চরজিনারী গ্রামের হাসেন মিয়া ছেলে পল্টন ঘটনাস্থলেই নিহত এবং সিএনজির তার যাত্রী গুরুতর আহত হন। আহতদের মাঝে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং দুইজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
মৌলভীবাজারে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ ‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘ স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক’ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান কোনো চাপ বা কারো নির্দেশনায় কাজ করবে না নির্বাচন কমিশন : ইসি

সকল