২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

সাবেক আইজিপি শহীদুলের জব্দ নথিতে শত কোটি টাকার সম্পদের তথ্য

-


পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হকের জব্দ হওয়া নথিপত্রে শত কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্ত সংশ্লিষ্ট দুদক কর্মকর্তারা জানান, তল্লাশিকালে দু’টি বস্তায় ৩৮ ধরনের ৪৮টি আলামত পাওয়া গেছে। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন মূল্যবান সম্পত্তির দলিল, গোপনীয় চুক্তিপত্র, পাওয়ার অব অ্যাটর্নি, বন্ড, এফডিআর, সঙ্ঘস্মারক, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণীসহ নানান গুরুত্বপূর্ণ নথি। সংশ্লিষ্টরা বলছেন, শহীদুল হক তার সম্পদের গুরুত্বপূর্ণ নথিগুলো আত্মীয়দের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে গোপন করার চেষ্টা করেছিলেন।
গত ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে দুদকের একটি টিম রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনের সি ব্লকের ৪ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে শহীদুল হকের ছোট বোনের ননদ সম্পর্কীয় নীগার সুলতানার বাসা থেকে দুই বস্তা নথিপত্র জব্দ করা হয়। যেগুলোর মধ্যে সাবেক আইজিপি শহীদুল হকের কোটি কোটি টাকার সম্পদের নথিপত্রসহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দুদক, এনবিআর ও গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিতে শহীদুল গুরুত্বপূর্ণ এসব নথি আত্মীয়ের বাসায় লুকিয়ে রাখেন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানান।

এ ব্যাপারে দুদক মহাপরিচালক মো: আক্তার হোসেন সাংবাদিকদের বলেছিলেন, নথিপত্রগুলো গোপন রাখার জন্য শহীদুল হক তার এক আত্মীয়ের বাসায় পাঠান। এসব নথিপত্রে শহীদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে। দুদক এসব যাচাই বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
দুদক কর্মকর্তারা জানান, জব্দ হওয়া শহীদুল হকের নথিপত্রের মধ্যে রয়েছে তার (শহীদুল হক) বাবা ও মায়ের নামে গড়া মজিদ জরিনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকে কয়েক কোটি টাকার স্থায়ী আমানত ও এফডিআরের গুরুত্বপূর্ণ কাগজপত্র। এ ছাড়া ফারমার্স ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে নিজ ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অর্থ সঞ্চিত রয়েছে।
আরো রয়েছে, মজিদ-জরিনা ফাউন্ডেশনের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তিনটি শাখায় পাঁচ কোটি ৫০ লাখ টাকার এফডিআর, ফারমার্স ব্যাংকের ৮টি হিসাবে চার কোটি ৭০ লাখ, মার্কেন্টাইল ব্যাংকের চারটি হিসাবে দুই কোটি ৫০ লাখ টাকাসহ মোট ১২ কোটি ৭৫ লাখ টাকার এফডিআরের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে এ ফাউন্ডেশনের নামে প্রায় অর্ধশতাধিক সঞ্চয়ী হিসাব ও এফডিআরের নথিপত্র পেয়েছে দুদক।

এছাড়া ওই দুই বস্তায় বিপুল পরিমাণ সম্পদের দলিল ও সাব-রেজিস্ট্রি অফিসের কাগজ পাওয়া গেছে। এর মধ্যে ঢাকার গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে সাতটি পৃথক দলিল, সদর সাব-রেজিস্ট্রি অফিস ঢাকার পাঁচটি, উত্তরার দু’টি, কেরানীগঞ্জের দু’টি, মোহাম্মদপুরে দু’টি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লার ১০টি দলিল রয়েছে। এ ছাড়া তার একটি ব্যক্তিগত ৭৯ পাতার ডায়েরি পাওয়া গেছে যাতে বিপুল পরিমাণ সম্পদের তথ্য নোট করে রেখেছেন শহীদুল হক। এ ছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানে তার বিনিয়োগ থাকার তথ্য পাওয়া গেছে।
ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ঘর নির্মাণের জন্য ২০১৮ সালে ২৯ নভেম্বর ও ১৮ নভেম্বর ইকবাল নামের একজনকে ১০ কোটি টাকা নগদ দেয়া হয়েছে। একই ব্যক্তিকে ২০১৯ সালে ১৯ জানুয়ারি চেকের মাধ্যমে ৫ কোটি ও ১৯ এপ্রিল চেকের মাধ্যমে দেয়া হয়েছে আরো ১০ কোটি টাকা। ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত এক ব্যবসায়ীকে ৭টি চেকে ৩৫ কোটি টাকা, মজিদ-জরিনা স্কুল অ্যান্ড কলেজে ২০১৭ সালের মার্চ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন চেকে এক কোটি ২০ লাখ টাকা দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মজিদ জরিনা ফাউন্ডেশনে বিভিন্ন সময়ে কোটি কোটি টাকা জমা ও উত্তোলনের তথ্যও উল্লেখ করা হয়েছে।
এছাড়া গত বছর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক আইজিপি শহীদুল হক, তার স্ত্রী শামসুন্নাহার রহমান এবং তাদের তিন সন্তানের নামে থাকা ৭২টি ব্যাংক হিসাবে ৫৬০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সাবেক আইজিপি শহীদুল হককে ৩ সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে আটক করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয় বিভিন্ন থানার হত্যা মামলায়। গ্রেফতারের পর আদালতের নির্দেশে কয়েক দফায় রিমান্ডেও নেয়া হয় তাকে।

 


আরো সংবাদ



premium cement
তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাককারখানার আগুন নিয়ন্ত্রণে ট্রাম্পের অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়ায় হোয়াইট হাউসের বিরুদ্ধে এপির মামলা মেলায় সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ৩ বই ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত

সকল