সব স্রোত মিলেছিল বইমেলায়
- আবুল কালাম
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বইমেলার জন্য গতকালের দিনটি একটু ব্যতিক্রম ছিল। সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বেলা ১১টায় মেলার দরজা খোলা থাকার নিয়ম হলেও তা খুলেছে সকাল ৭টায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর বইপ্রেমীদের আবেগ অনুভূতির বিষয়টি অগ্রাধিকার দিতেই মেলা কর্তৃপক্ষ সকাল থেকেই ফটক খুলে দেন। কিন্তু ততক্ষণে শহীদ মিনারে ভিড় লেগে যায় মানুষের। ভোরের আলো উঁকি দেয়ার সাথে সাথে শহীদ মিনারের উদ্দেশ্যে ঘর ছেড়েছেন মানুষ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল হাতে দীর্ঘ লাইনে অপেক্ষায় ছিলেন। সবার উদ্দেশ্য এক। শহীদ মিনার শেষে গন্তব্য সোহরাওয়ার্দীর বইমেলা।
বেলা বাড়ার সাথে সাথে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাবনত মানুষ কালো পোশাকে শোকের স্মৃতিচিহ্ন নিয়ে শহীদ মিনার থেকে যাত্রা করেন বইমেলা প্রাঙ্গণে। দিনের আলো তীব্র হওয়ার সাথে সাথে মানুষের স্রোত বাড়তে থাকে। বিকেল হওয়ার আগেই মেলার প্রবেশ পথে দীর্ঘ লাইন পড়ে যায়। প্রতিটি প্রবেশ পথে জনস্রোত বইতে থাকে। একপর্যায়ে মানুষের মোহনায় পরিণত হয় গোটা সোহরাওয়ার্দী উদ্যান।
গতকাল বিক্রেতাদের ব্যস্ততা ছিল বেশি। এতদিন যা হয়নি গতকাল সে প্রত্যাশা নিয়েই সবাই প্রস্তুত ছিলেন। বিক্রিও হয়েছে ভালো। সন্ধ্যা নামার সাথে সাথে সবগুলো স্টলেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। প্যাভিলিয়নে ভিড় ও বিক্রি ছিল তুলনামূলক বেশি। যারাই এসেছেন প্রায় সবার হাতেই ছিল কোনো না কোনো বই।
তবে পাঠকের জন্য সবচেয়ে আনন্দের বিষয় ছিল স্টলে স্টলে লেখকদের উপস্থিতি। অনেক স্টল ও প্যাভিলিয়নের ছিল প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে পাঠকদের দীর্ঘ লাইন। বলা যায় এ দিনটি ছিল লেখক আর পাঠকের মেলবন্ধনের দিন।
বইমেলা এখন প্রায় শেষপর্যায়ে। অধিকাংশ প্রকাশনী থেকেই তাদের বেশির ভাগ নতুন বই প্রকাশিত হয়েছে। এ বছর বিশিষ্ট কথাসাহিত্যিক রশীদ করীমের জন্মশতবর্ষ। তার দু’টি উপন্যাস ও ছোটগল্প, প্রবন্ধ, স্মারক বক্তৃতাসহ বিভিন্ন রচনা নিয়ে রশীদ করীম অমনিবাস প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ। এটি সম্পাদনা করেছেন প্রাবন্ধিক মফিদুল হক। দিব্যপ্রকাশ এনেছে কবি হেলাল হাফিজের কবিতা সমগ্র। আগামী এনেছে সুরকার সত্য সাহাকে নিয়ে তাঁর স্ত্রী রমলা সাহার স্মৃতিকথা আমার সত্য আমার জীবন, টাঙ্গন এনেছে প্রণব মজুমদারের প্রবন্ধ অর্থের কারবার। অন্যপ্রকাশ এনেছে সজল আশফাকের গল্প ইলিশ ইলিউশনস, ঐতিহ্য এনেছে শামিমা সুলতানার গবেষণা মধ্যযুগের বাংলা সাহিত্য নানা প্রসঙ্গ, পাঞ্জেরী এনেছে দন্তস্য রওশনের ছোটদের অণুকাব্য। ঐতিহ্য এনেছে পিনাকী ভট্টাচার্যের সোনার বাংলার রুপালী কথা। জয়তী প্রকাশনী প্রকাশ করেছে বিল্লাল বিন কাসেমের আলো আঁধার।
এ ছাড়া মেজর (অব:) হাফিজ উদ্দিন বীর বিক্রমের সৈনিক জীবন: গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর, মহিউদ্দিন আহমদের বিএনপি সময়-অসময়, মোস্তাক শরিফের কিশোর উপন্যাস তুমি রবে নীরবে, মশিউল আলমের উপন্যাস দ্বিতীয় খুনের কাহিনী, বিজ্ঞানবিষয়ক বই আবুল বাশার অনূদিত স্টিফেন হকিংয়ের বড় প্রশ্ন ছোট উত্তর বইগুলোর কাটতি ভালো ছিল।
গতকাল বইমেলা শুরু হয় সকাল ৭টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করেন কবি হাসান হাফিজ। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে বক্তৃতা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অমর একুশে বক্তৃতা প্রদান করেন অধ্যাপক আনু মুহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।