২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

সড়কে নিহত ৪ জন

-

চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন একজন। ঘিওরে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। দশমিনায় এক গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন।
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের চিরিরবন্দরে রংপুর-দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় শমসের আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার নশরতপুর ইউনিয়নের হাজীর স্কুলের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত শমসের আলী (৫৫) উপজেলার নশরতপুর ইউনিয়নের উত্তর নশরতপুর গ্রামের মৃত আছিরউদ্দিন ওরফে কান্দুরার ছেলে।

স্থানীয়রা জানান, ওই সময় শমসের আলী মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রাসহ পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় আনুমানিক রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন মো: সোহাগ (৩০) নামে এক যুবক। আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের মধ্যে মুমূর্ষু অবস্থায় দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সোহাগ বানিয়াজুরী গ্রামের মো: জয়নাল মিয়ার ছেলে। সে পেশায় অটোচালক। আহতরা হলেন, মোটরসাইকেল চালক স্কুলশিক্ষক মাসুদ রানা, পথচারী ফারুক খান, স্থানীয় দোকানের কর্মচারী সন্দেশ ঘোষ, ডিম ভর্তি ভ্যানচালক শাহীন, পথচারী রত্না আক্তার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সকাল ৯টার দিকে আরিচাগামী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডিম ভর্তি একটি ভ্যান গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এরপর একটি মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপরে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে অটোচালক সোহাগকে স্থানীয় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর দশমিনায় ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক গৃহবধূ এবং অ্যাম্বুলেন্সে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল হাসপাতালে যাওয়ার পথে গুরুতর আহত ট্রলি ড্রাইভারের মৃত্যু হয়েছে। ঘটনার সময় ওই নারীর দুই শিশুসন্তানসহ আরো একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার দশমিনা-গলাচিপা মহাসড়কে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ তানজিলা বেগম (৩০) উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের্র মধ্য আরজবেগী গ্রামের জিয়ার হোসেন হাওলাদারের স্ত্রী এবং নিহত ট্রলি চালক রাকিব হোসেন (৩০) দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষীপুর গ্রামের মন্নান খানের ছেলে। অন্যান্য আহতরা হলেন- গৃহবধূ তানজিলার দুই ছেলে আবদুল্লাহ (৬ বছর) ও আবু বকর (১ বছর) এবং একই বাড়ির মো: খালেক প্যাদার ছোটো ছেলে অটোরিকশা চালক মো: খলিল হোসেন (৩২)। আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement