২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`
গ্রন্থমেলায় প্রাণের উৎসব

বিজ্ঞানে কিশোরদের আগ্রহ বেশি

-

প্রতি বছর মেলায় যেসব বই আসে তার মধ্যে সব শ্রেণীর পাঠক হলেন উপন্যাসের। এরপরই বিজ্ঞান যার বড় অংশ কিশোর-কিশোরী। এবারো তার ব্যতিক্রম না। মেলাজুড়ে বিক্রি চাঙ্গা হলেও কয়েক শ্রেণীর বই ছাড়া বাকি বইগুলোর ক্রেতা খুব কম। এর মধ্যে সবচেয়ে কম চাহিদা হলো কবিতার বইয়ের। তবে এর মধ্যে যে একেবারে চলছে না তা-ও নয়। চলছে। তবে তার লেখক হলেও পুরতন। মানে নাম করা কিংবা বড় লেখক যাদের বলা হয় তাদের বইয়ের চাহিদা এখনো আছে। যার তালিকায় আছেন কবি আল মাহমুদ, শামসুর রহমান বা কবি হেলাল হাফিজ। এমন সারির লেখকদের কদর এখনো আছে। পাঠক এসেই তাদের বই খুঁজেন। কিন্তু সমস্যা হলো এমন নামকরা লেখকদের নতুন বই নেই। যা আছে তা পুরো সংস্করণের নতুন ভার্সন।
প্রকাশকরা বলছেন, এমন অবস্থায় ক’দিন চলে। বড় লেখকদের বই নতুন করে ছাপলেও ভেতরে কবিতা তো একই। মলাট, কাগজ, প্রচ্ছদ কিংবা নতুন নামে বই এলেও কবিতার বিষয়বস্তু তো একই। কারণ পুরাতন কবিদের পাঠক থাকলেও লেখকরা তো নেই। আর নবীন লেখকদের কবিতায় নতুন করে পাঠকও তৈরি হচ্ছে না বললেই চলে। ফলে কবি, কবিতা কিংবা বই বাড়লেও পাঠক তো বাড়ছে না। এতে করে নতুন বই বিক্রি হচ্ছে না।

তবে বিজ্ঞানেই বইয়ের এক শ্রেণীর কিশোর পাঠক আছেন তারা কিন্তু কমেনি। প্রতি বছর তার পাঠক আসছে। প্রযুক্তির যুগে নতুনকে জানার আগ্রহ তাদের বিজ্ঞানভিত্তিক বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে। কিন্তু এখানে সমস্যা উল্টো। কবিতায় লেখক আর বই বাড়লেও যেমন পাঠক নেই। বিজ্ঞানে পাঠক বাড়লেও নতুন বইয়ের সঙ্কট রয়েছে। তাতে করে ক্রেতারা নতুন বই কিনতে এসে হোঁচট খাচ্ছেন। তার পরও নতুন যা সামান্য আছে, তাতে তাদের আগ্রহের শেষ নেই।
গতকাল মেলা ঘুরে দেখা গেল ‘বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যত প্রশ্ন’। সঙ্কলন ও পরিমার্জন : নাফিস তিহাম। প্রকাশক প্রথমা প্রকাশন। ‘ফর দ্য লাভ অব ফিজিকস’। মূল : ওয়াল্টার লুইন। অনুবাদ : আবুল বাসার। এটিও প্রকাশক প্রথমা। ‘বিজ্ঞান ও প্রযুক্তির দুই ডজন প্রশ্ন’। আহমাদ মুদ্দাসসের। প্রকাশক : অন্বেষা। ‘দ্য ক্যারেক্টার অব ফিজিক্যাল ল’। মূল : রিচার্ড ফাইনম্যান। অনুবাদ : উচ্ছ্বাস তৌসিফ। প্রকাশক প্রথমা। ‘থার্টি সেকেন্ড কোয়ান্টাম থিওরি’। সম্পাদনা : ব্রায়ান ক্লেগ। অনুবাদ : শাওন মাহমুদ। প্রকাশক অন্বেষা। ‘ইন্ট্রোডিউসিং জেনেটিকস’। মূল স্টিড জনস ও বরিন ড্যান লুন। ভাষান্তর মোহাম্মদ তৌহিদ। প্রকাশক অন্বেষা। ‘কণাদের যত অদ্ভুত কাণ্ড’। অসীম তালুকদার। প্রকাশক প্রান্ত প্রকাশন। এমন অসংখ্য বই কিনতে পাঠকের আগ্রহের কমতি ছিল না।
বইমেলা ১৯তম দিনে নতুন বই এসেছে ৭০টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিশুসাহিত্যের মহীরুহ রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জুলফিকার শাহাদাৎ। আলোচনায় অংশগ্রহণ করেন শাহাবুদ্দীন নাগরী। সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ।

প্রাবন্ধিক বলেন, বাংলা শিশুসাহিত্যে রোকনুজ্জামান খান দাদাভাই এক মহীরুহ। শিশুদের চিত্তবৃত্তির উন্মেষ ও প্রতিভার বিকাশ সাধনে তার ছিল নিরলস প্রয়াস। তিনি নিজে যেমন শিশুদের নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, তেমনি শিশুদের মধ্যেও স্বপ্নের বীজ বুনতেন। তার লক্ষ্য ছিল শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি ‘কচি-কাঁচার মেলা’র মাধ্যমে সারা দেশে শিশুদের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছিলেন। তিনি নিজে শিশুদের জন্য ছড়া লিখতেন এবং বিখ্যাত লেখকদেরও উৎসাহ দিতেন শিশুদের উপযোগী সাহিত্য রচনার জন্য। দাদাভাই তার লেখার মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে নীতিজ্ঞান, দেশপ্রেম ও চারিত্রিক গুণাবলি জাগ্রত করার চেষ্টা করতেন।
আলোচক বলেন, রোকনুজ্জামান খান দাদাভাইয়ের কাজের ব্যাপকতা ছিল অনেক। লেখক, ছড়াকার ও সংগঠক ছাড়াও তার আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো তিনি বাংলাদেশের একজন কিংবদন্তিতুল্য সম্পাদক। শিশু-কিশোরদের সংগঠনের আওতায় এনে তাদের মানসিক উৎকর্ষ সাধনে দাদাভাই সারাজীবন অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ছিলেন লেখক তৈরির কারিগর। তার হাত ধরেই বাংলাদেশের অনেক বিখ্যাত লেখক সাহিত্য জগতে আবির্ভূত হয়েছেন।

সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের অতি প্রিয় মানুষ ছিলেন রোকনুজ্জামান খান দাদাভাই। শিশুদের আদর্শবান করে গড়ে তোলার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন তা অবিস্মরণীয়। তার কথা, কাজ ও আদর্শ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- মাহমুদুল্লাহ, কাজল রশীদ শাহীন এবং তুহিন খান। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মজিদ মাহমুদ, কবি কামরুজ্জামান এবং কবি শফিকুল ইসলাম।
আজ অমর একুশে বইমেলার ২০তম দিন। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ : রশীদ করীম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হামীম কামরুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন অনিরুদ্ধ কাহালি এবং সাখাওয়াত টিপু। সভাপতিত্ব করবেন সুব্রত বড়ুয়া।

 


আরো সংবাদ



premium cement
বন্দী শিরি বিবাসের পরিবর্তে ‘গাজার এক নারীর’ লাশ দিয়েছে হামাস, দাবি নেতানিয়াহুর কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ আটক ২ ভালুকায় ভেকুতে দুর্বৃত্তদের আগুন ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার ‘একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে’ ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর

সকল