ইউপি সদস্য ও ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৬
নয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইউপি সদস্য, ব্যাংক কর্মকর্তা, কলেজশিক্ষার্থী ও সাবেক সেনাসদস্য রয়েছেন।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সরকার (৩৩) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল সরকার নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার গাজীপুরা গ্রামের সবুজ সরকারের ছেলে। তিনি দুলালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকালে নিজবাড়ি থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে পাশর্^বর্তী পলাশ উপজেলায় গিয়েছিলেন। পরে উপজেলায় তার ব্যক্তিগত কাজ শেষে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় চরসিন্দুরের বালিয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাথরাইল বটতলায় একটি ট্রাকের ধাক্কায় মুদিদোকানদার বেল্লাল হোসেন (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া নামক স্থানে ভোর সোয়া ৫টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পিকআপ অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপ চালক রাশেদ (৩৪) ঘটনাস্থলেই মারা যান। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের মরহুম নায়েব আলীর ছেলে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট সড়কে মাজার রোডে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয় আরো চারজন। এই ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ও সহকারীকে আটক করেছেন।
গতকাল দুপুর পৌনে ১২টার দিকে ৩০০ ফিট সড়কের মাজার রোড চত্বরে এই দুর্ঘটনা ঘটে। পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম জানান, দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি অটোরিকশা কাঞ্চন যাওয়ার পথে তিন শ’ ফিট সড়কের মাজার রোড চত্বরে পূর্বাচলে প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা যাত্রী আরোবী আক্তার (৩২) খাইরুল ইসলাম (৩৫) নিহত হয়। এ সময় আহত হয় সিএনজির চালকসহ আরো তিন যাত্রী। এ ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ফকরুল ইসলাম ও তার সহকারী সাহেদুল ইসলামকে আটক করে।
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী বাস ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো: রোমান মোল্যা বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এস্কেভেটরের ড্রাইভার নিহত হয়েছেন। প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রাক্টর ও এস্কেভেটর মেশিন নিচে চাপা পড়া একজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রানীরবন্দর চিরিরবন্দর রোডের হাইছো মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত এস্কেভেটর ড্রাইভার টাঙ্গাইল জেলার কালিহাতী এলাকার ইসমাইল হোসেনের ছেলে জুয়েল রানা (২৬)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রানীরবন্দর থেকে ট্রাক্টরে করে একটি এস্কেভেটর মেশিন নিয়ে চিরিরবন্দর উপজেলার দিকে যাও সময় ঘুঘুরাতলী হাইছো মিলের সামনে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টর ও এস্কেভেটর মেশিন চাপা পড়ে দু’জন। ফায়ার সার্ভিস এস্কেভেটর মেশিনের নিচে চাপা পড় একজনকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করে ফায়ারসার্ভিস।
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষের ঘটনায় মো: কামরুল বিন হাসান (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছে সিএনজি ড্রাইভার ও যাত্রীসহ আরো পাঁচজন।
গতকাল সকাল ৭টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মেডিক্যাল গেট এলাকার কেন্দ্রীয় ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকায় বড় বাড়ির মো: হাসানের ছেলে।
আহতদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চমেকে প্রেরণ করা হয়েছে। অপর তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত কামরুল ডাচবাংলা ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় এক কলেজশিক্ষার্থী ও সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন, নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দুরুইল গ্রামের মৃত হাজী ইব্রাহিম মিয়ার ছেলে মোকাদ্দেছ মিয়া (৭০) ও সদর উপজেলার চিনাইর গ্রামের জারুলতলা এলাকার শওকত ভূইয়ার ছেলে ওমর ফারুক (১৯)। নিহত মোকাদ্দেছ মিয়া (৭০) নামে এক সাবেক সেনাসদস্য ও ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা মোকাদ্দেছ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মোকাদ্দেছ মিয়া আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে একই দিন বেলা ১টার দিকে সদর উপজেলার সুলতানপুর-আখাউড়া বাইপাস সড়কের আলাকপুর নামক স্থানে দিগন্ত বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (১৯) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। দিগন্ত বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয় হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা