৪০ বছরের পুরনো বাঁধ মেরামতে ফের বিএসএফের বাধা
- ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী)
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৬, আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০
ফেনীর পরশুরাম সীমান্তে ৪০ বছর আগে নির্মিত বল্লামুখা বেড়িবাঁধটি মেরামতের কাজে ফের বাধা দিয়েছে ভারতীয় বিএসএফ। গত বছর ভারতের উজানের পানির তোড়ে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় বাঁধটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এ ঘটনায় পরশুরাম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার রাত থেকে বিএসএফ সীমান্তে লাগানো লাইট বন্ধ করে কয়েকটি বাঙ্কার খনন করেছে বলে স্থানীয়দের অভিযোগ।
বাঁধের মেরামতের ব্যাপারে দুই দেশের যৌথ নদী কমিশনের নির্দেশনা পাওয়ার আগে বাঁধের বিরোধপূর্ণ জায়গায় মেরামতের কাজ বন্ধ রাখতে বলে বিএসএফ। এ নিয়ে বিজিবি ৪ ফেনীর কমান্ডিং অফিসার ও ৪৩ বিএসএফের অধিনায়কের সাথে কথা বললেও বিএসএফ তাদের অবস্থান বদলায়নি। মঙ্গলবার বিএসএফ ঘটনাস্থলে এসে বিজিবিকে ফেনী রক্ষা বেড়িবাঁধ মেরামতে মাটি ফেলতে বাধা প্রদান করে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করেছে।
১৯৮৩ সালে নির্মিত ভারতের উজানের পানি থেকে ফেনীর কয়েক লাখ মানুষের জান-মাল রক্ষার বাঁধ হিসেবে পরিচিত বল্লামুখা বাঁধের মেরামত বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুম সামনে রেখে সীমান্তবর্তী মানুষের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়।
ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়ার বল্লামুখা ও বাংলাদেশের নিজকালিকাপুর এলাকায় দুই কিলোমিটার দীর্ঘ ও দেড় শ’ ফুট প্রস্ত এবং প্রায় ৩৫ ফুট উচ্চতার বল্লামুখ বেড়িবাঁধ তৈরি করে বাংলাদেশ। বাঁধটি বল্লামুখা খাল ও মুহুরী নদীর সংযোগ (জিরো পয়েন্ট) এলাকা থেকে শুরু হয়ে বাংলাদেশের নিজকালিকাপুর গ্রামের ওপর দিয়ে পশ্চিম দিকে রাঙামাটিয়া পাহাড়ে গিয়ে শেষ হয়। ২০২৪ সালের বন্যায় ভারত সীমান্তবর্তী মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর ১০২টি স্থানে বেড়িবাঁধটি ভেঙে যায়, যার মধ্যে মেরামত কাজ সম্পন্ন হয়েছে ৯৬টি অংশের।
সরেজমিন ভাঙন এলাকায় ফেনীর সাংবাদিকরা ঘটনাস্থল গেলে স্থানীয় নিজকালিকাপুর গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন, মাস্টার মামুন, নোমান মজুমদারসহ এলাকাবাসী জানান, গত বছরের ২০ আগস্ট রাতে ভারতের বিলোনিয়া শহরকে বন্যা থেকে বাঁচাতে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বল্লামুখা বাঁধের মুহুরী নদীর সংযোগস্থলে বাঁধ কেটে দেয় । এতে বল্লারমুখা বেড়িবাঁধের দুই স্থানে ২৬০ মিটার ভেঙে যায়। এর মধ্যে ১৯০ মিটারের কাজে বিএসএফ বাধা না দিলেও অন্যটি ৭০ মিটার দীর্ঘ বাঁধ পুনর্নির্মাণে বাধা দেয়। বাঁধের ৭০ মিটার অংশে ৩০ মিটার দুই দেশের সীমান্তের ১৫০ গজের মধ্যে বলে বিএসএফ অভিযোগ করে আসছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি ৪ ফেনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, বিএসএফের পক্ষ থেকে দুই দেশের নদী কমিশনের নির্দেশনা না আসা পর্যন্ত বাঁধের কাজ বন্ধ রাখতে বলেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা