কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুয়েট ও ঢাবিতে বিক্ষোভ
- ঢাবি প্রতিনিধি
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা ৭টার দিকে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশ দিয়ে বকশিবাজার মোড় ঘুরে পুনরায় বুয়েট শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। এর পরপরই ঢাবি থেকে বৈষম্যবিরোধীদের পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বুয়েট শিক্ষার্থীরা বলেন, আজ কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ন্যক্কারজনক হামলা করেছে। বুয়েটের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদল নিজেদের ফরম বিক্রির কার্যক্রম চালায়। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অবস্থান ব্যক্ত করতে চাইলে সেখানে ন্যক্কারজনকভাবে নৃশংস হামলা চালায় ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা পরিষ্কার কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশকে আরেকটি নৈরাজ্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হতে আমরা দেবো না। হাজারো শহীদের রক্তস্নাত এই ফ্যাসিস্টমুক্ত স্বাধীন দেশে ফ্যাসিস্টদের পুরনো পদচারণা আমরা মেনে নেবো না।
এ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বরের দিকে যায়। এর আগে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে বিক্ষোভ মিছিলে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ যোগ দেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, আমরা দেখতে পাচ্ছি নির্মম নির্যাতন ও নিপীড়ন আবার ফেরত এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলাকে জায়েজ করছে অনেকে। ৫ আগস্টের পরে আমরা আর জাহেলি আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াব।
তিনি আরো বলেন, এ দেশে স্ট্যাম্প ও লাঠির রাজনীতি চলবে না। প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি।
এ দিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদসহ কয়েকটি ছাত্রসংগঠন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা