অন্তর্বর্তী সরকার খুবই সরল, নাহলে ধুরন্ধর : দুদু
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫
অন্তর্বর্তী সরকার খুবই সরল আর তা নাহলে ধুরন্ধর বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের দোসরদের বিচার দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আমরা জানতাম এই সরকার একটা ভালো নির্বাচন করে, নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ নেবে। কিন্তু প্রতিনিয়ত যেমন শেখ হাসিনা বলত উন্নয়ন, তেমনি এই সরকারের কথা হচ্ছে সংস্কার। কথায় কথায় সংস্কার, কোন জায়গায় সংস্কার, কিসের সংস্কার- এটা দৃশ্যমান নয়। এ জন্যই এই সরকার ইতোমধ্যে জাতির কাছে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছে। আমার কাছে মনে হয়, এ সরকার খুবই সরল, আর নাহলে ধুরন্ধর। এই দুটোর একটি হবে।
তিনি বলেন, এ সরকার তার নিরপেক্ষতাকে এরইমধ্যে নিজেরাই প্রশ্নবিদ্ধ করেছে। নিজেরা রাজনৈতিক দল গঠনের জন্য প্রধান উপদেষ্টার পাশে যে উপদেষ্টারা রয়েছেন, তারা কাজ করছে এবং পত্র-পত্রিকায় সেটি আসছে। এদের মধ্যে দিয়ে কেউ না কেউ ওই রাজনৈতিক দলের নেতৃত্বের আশা নিয়ে বসে আছে। যদি তাই-ই বসে তাহলে সরকারের উচিত হচ্ছে, তার নিরপেক্ষতা হারানোর কথা বলে, পদত্যাগ করে একটি কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
বিএনপির এই নেতা বলেন, যদি এ সরকার আগামী দিনে পদত্যাগের মধ্য দিয়ে একটি কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমার মনে হয়, আগামী দিনে তারা যে নিরপেক্ষতা, এরইমধ্যে যা প্রশ্নের মুখে ফেলেছে, আগামী দিনে সেটি আরো বড় করে দেখা দেবে। আমরা যে ভালো নির্বাচন প্রত্যাশা করছি, সেই নির্বাচন আদৌ সম্ভব হবে কি না এটাও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। একটি ভালো নির্বাচনে পদক্ষেপ না নিলে আরো বিতর্ক, বিশৃঙ্খলা তৈরি হবে। সে জন্য অবিলম্বে এ সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আয়নাঘরের বিষয় নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ছয় মাস পরে গতকাল আমরা যে ঘটনাটি দেখলাম, যেখানে মানুষদেরকে নারকীয়ভাবে আটকে রাখা হতো, গুম করা হতো, সেই জায়গাগুলোর বিষয়ে সোশ্যাল মিডিয়া ও পত্র-পত্রিকায় যেসব কথা আসছে সেগুলো দুঃখজনক, ভয়ঙ্কর এবং বিপজ্জনক।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপত্বিতে নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনর রশিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা