১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

ফাল্গুনের হাত ধরে আজ রঙ বদলাবে বইমেলা

গ্রন্থমেলায় প্রকাশিত এবনে গোলাম সামাদের বায়ান্ন থেকে একাত্তর; মোহাম্মদ আবদুল হাইয়ের বাঙালি মুসলমান; ড. আহমদ জামানের বাংলা বিবিধার্থ অভিধান এবং মারুফ কামাল খানের রাজনীতির সদরে-অন্দরে বইয়ের প্রচ্ছদ -

আজ ফাল্গুনের শুরু। সে সাথে ভালোবাসার দিন। বিশ্ব ভালোবাসা দিবস। প্রতি বছর এ দিবসটি ঘিরে ভিন্নরূপে সাজে রাজধানী। তারই বড় প্রভাব পড়ে একুশের বইমেলায়। এবারো তার ব্যতিক্রম হবে না। বাংলা মাস ফাল্গুনের হাত ধরে ভালোবাসার উত্তাপ ছড়াবে টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোটা এলাকা। বলা যায়, আজ ফাল্গুনের হাত ধরে রঙ বদলাবে বইমেলা। লাল আর হলুদে সাজবে মেলা। দুপুর না হতেই নামবে মানুষের ঢল। অন্য রকম এক আমেজ থাকবে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে।
অন্য দিকে আজ সাপ্তাহিক ছুটির দিন। এমনিতেই সরকারি বন্ধের দিনে সব মেলার মতো বইমেলায়ও মানুষের ঢল নামে। বিক্রিও হয় বেশ ভালো। তাই এমন দিন ঘিরে বিক্রেতাদের প্রত্যাশা ও প্রস্তুতিও থাকে ভিন্ন। এ ছাড়া এখন মাসের মধ্য সময়। সাধারণত এমন সময় থেকেই বিক্রি শুরু হয়; যা চলে শেষ দিন পর্যন্ত। তাই বিক্রেতারা বলছেন, এত দিন নামমাত্র বিক্রি হলেও আজ থেকে ব্যস্ততা বাড়বে। পাঠক- লেখক মেলবন্ধন হবে প্রাণের উৎসবে।
বিক্রেতারা বলছেন, গতকাল পর্যন্ত মেলায় যে চিত্র ছিল তা অনেকটা হতাশ হওয়ার মতো। কারণ এত মানুষ থাকতেও বিক্রি নেই। অন্য দিকে প্রতি বছর পুরনো লেখকদের স্টলে স্টলে দেখা গেলেও এবার তার ব্যতিক্রম। নবীন লেখকরা তাদের প্রকাশনা স্টলে বসলেও পুরনোর দেখা মিলছে না। এতে মেলার চিরচেনা দৃশ্যও চোখে পড়ছে না।
অন্যান্য বছর বিভিন্ন স্টলে লেখকের অটোগ্রাফ নিতে পাঠকের দীর্ঘ লাইন চোখে পড়লেও এবার এখনো এমন দৃশ্য বেশি চোখে পড়েনি; যা দু-একজন নবীন লেখকের দেখা মিলেছে তাতে পাঠকের লাইন চোখে পড়েনি। ফলে বলা যায় মেলার চিরচেনা দৃশ্য এখনো অনেকটা অনুপস্থিত। তবে সময় অতিবাহিতের সাথে লেখকের উপস্থিতি বাড়বে এমনটিই প্রত্যাশা ক্রেতা-বিক্রেতার।
এ দিকে মেলায় সূচীপত্র প্রকাশ করেছে মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’। বাঙালি মুসলমান আত্মঅন্বেষণ এর সম্পাদনা করেছেন মোহাম্মদ আবদুল হাই। বাংলা বিবিধার্থ অভিধান। সঙ্কলন ভূমিকা ড. আহমদ জামান। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর ও বাংলাদেশের পর্যটনের রাজধানীখ্যাত কক্সবাজারের পাহাড়, পর্বত, সমুদ্র উপকূলের মানুষের জীবনচিত্র নিয়ে রচিত গল্পগ্রন্থ ‘কক্সবাজারের গল্প’। এ গল্পগ্রন্থটি লিখেছেন রেজাউল ইসলাম আজিম। এর প্রকাশক উৎসব।
এ ছাড়াও উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে বৈভব এনেছে কাজল শাহনেওয়াজের গদ্য-বায়োপিক দিঘলী, প্রথমা এনেছে বিশ্বজিৎ চৌধুরীর উপন্যাস কবরী, ইউপিএল এনেছে সারোয়ার তুষারের ইতিহাসবিষয়ক বই ফিলিস্তিন : একুশ শতকের উপনিবেশের ইতিহাস, র্যামন পাবলিশার্স এনেছে জাহিদ হায়দারের গল্প একাধিক অব্যয়, স্বপ্ন ’৭১ এনেছে সুজন সুপান্থর কবিতা এইরূপে প্রেম ফোটে। গতকাল সন্ধ্যায় মেলায় থ্রিলার লেখক জয় শাহরিয়ার মোড়ক উন্মোচন করলেন নাদিয়া ইসলামের মিস্ট্রি আনসলভড নামের গল্পের বইটির।
এ ছাড়া আদর্শ এনেছে ফাহমিদুল হকের প্রবন্ধ জুলাইয়ের দিনলিপি, সংবেদ এনেছে ফারহানা শাহরিনের প্রবন্ধগ্রন্থ সন্তোষ কুমার ঘোষের উপন্যাস : নগরজীবন ও ব্যক্তিমানস, বেঙ্গল বুকস এনেছে তরুণ সরকারের গবেষণামূলক গ্রন্থ ঐতিহ্য ও সংস্কৃতি, সৃজন এনেছে রাজীব সরকারের সংস্কৃতি : দ্বন্দ্ব ও সমন্বয়।
অমর একুশে বইমেলার ১৩তম দিনে গতকাল মেলা শুরু হয় বেলা ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সারোয়ার তুষার। আলোচনায় অংশ নেন যোবায়ের আল মাহমুদ ও নুসরাত সাবিনা চৌধুরী। সভাপতিত্ব করেন মাহবুব মোর্শেদ। আজ বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা।
পুরস্কার ঘোষণা : এ দিকে বাংলা একাডেমির ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন কবি আল মুজাহিদী। এ ছাড়া ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন অধ্যাপক হান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলা একাডেমি। পুরস্কার হিসেবে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য প্রতিটি এক লাখ টাকা দেয়া হবে। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের পুরস্কারের অর্থ, সম্মাননাপত্র ও সম্মাননা-স্মারক দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টার সাথে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল তিস্তা অববাহিকা বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে : তারেক রহমান গাজায় ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের সৌদি থেকে আউট পাসে ফেরত আসছেন শত শত বাংলাদেশী জনগণ আন্দোলনের মাধ্যমে এ টি এম আজহারকে মুক্ত করে আনবে : ডা: শফিক তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা দিতে চায় চীন : রাষ্ট্রদূত ওয়েন পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্কে চলতে হবে ভারতের উচিত হাসিনাকে প্রকাশ্যে বিবৃতি দেয়ায় ‘নিষেধ’ করা সব চাপ উপেক্ষা করে জন-আকাক্সক্ষা পূরণের বার্তা নিয়ে ফিরলেন ডিসিরা

সকল