১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পরিপত্র জারি

টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি

-

বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে কেউ টিকিট বুকিং করলে ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীর নাম, পরিচয় ও পাসপোর্ট দিয়ে টিকিট চূড়ান্ত করতে হবে। অন্যথায় টিকিট বাতিল হয়ে যাবে। এ দিকে টিকিট সিন্ডিকেটের সাথে জড়িতদের খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এ ছাড়া সিন্ডিকেটের তৎপরতা বন্ধে ১৩ সদস্যের একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে গতকাল এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
জানা যায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে আগে প্রতি সপ্তাহে ৯৮টি ফ্লাইট পরিচালনা করলেও সম্প্রতি এটি কমিয়ে মাত্র ৪৪টি করা হয়েছে। ফলে ওই সব রুটে টিকিট সঙ্কট দেখা দিয়েছে। এর মধ্যে আগামী মার্চে পবিত্র রমজান হওয়ায় দেশের ধর্মপ্রাণ মুসলমানরা বেশি সংখ্যায় ওমরাহ পালনে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। এতে টিকিটের চাহিদা বেড়েছে কয়েক গুণ। আর এ সুযোগে মধ্যপ্রাচ্যগামী কয়েকটি এয়ারলাইন্স অতি মুনাফা লাভের খারাপ পলিসি গ্রহণ করেছে। তাদের সাথে যোগ দিয়েছে কিছু ট্রাভেল এজেন্ট। এয়ারলাইন্সগুলো তাদের পছন্দের কিছু সংখ্যক এজেন্সির নামে কোনো প্রকার পাসপোর্ট, ভিসা, ভ্রমণ নথিপত্র এবং প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈদেশিক ওয়ার্ক পারমিট এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধু ইমেইলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ সিট ২-৩ মাস অগ্রিম তারিখের পিএনআর তৈরি করে সিট ব্লক করে রাখছে। এভাবে টিকিট মজুদদারি করায় সিন্ডিকেট তৈরি হচ্ছে এবং আসন সঙ্কট দেখা দিচ্ছে। এতে টিকিটের মূল্য ২০% থেকে ৫০% কখনো দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং বিদেশগামী শ্রমিক, শিক্ষার্থী ও প্রবাসীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাধারণ এজেন্সি মালিকরা আগামী মার্চের টিকিট কিনতে গেলেই বিমান থেকে বলা হচ্ছে সোলডআউট। কিন্তু সিন্ডিকেটের মাফিয়া ট্রাভেল এজেন্টরা এজেন্সিগুলোকে মেসেজ করে জানাচ্ছে তাদের কাছে টিকিট রয়েছে। তবে এ টিকিট কিনতে গুনতে হচ্ছে দ্বিগুণ-তিনগুণ টাকা। আটাব সভাপতি আব্দুস সালাম আরফে অভিযোগ করেন-বর্তমানে ৬০ হাজারেরও বেশি সিট এয়ারলাইন্সগুলো ব্লক করে রেখেছে। এই সিটগুলো এখনই ওপেন করে দিলে উদ্ভূত সঙ্কট দূর হয়ে যাবে।
সাধারণ এজেন্সি মালিকরা জানিয়েছেন, গত নভেম্বর মাসে সাউদিয়া এয়ারলাইন্সের টিকিটের দাম ছিল জনপ্রতি ৭৫ হাজার টাকা। ডিসেম্বরে পাঁচ হাজার টাকা দাম বেড়ে দাঁড়ায় ৮০ হাজার টাকা। জানুয়ারি মাসের টিকিট বিক্রি হয় ৮৫ হাজার টাকা। ফেব্রুয়ারি মাসের টিকিট বিক্রি হয় ৯৫ হাজার টাকা। আর মার্চ মাসের টিকিট পাওয়াই যেন দুষ্কর। মার্চে রমজান মাস হওয়ায় টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১০-২০ হাজার থেকে এক লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত।
এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়। সম্প্রতি একটি সভায় বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণে দুটি কমিটি গঠন করে সরকার। টিকিট সিন্ডিকেট শনাক্ত করতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ১৩ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। গত সোমবার ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ উদঘাটন করা হয়েছে। নাম, পরিচয় ছাড়াই গুটিকতক ট্রাভেল এজেন্সি সিট বুকিং করে রাখছিল। এতে টিকিটের কৃত্রিম সঙ্কট হওয়ায় দাম দ্বিগুণ থেকে চারগুণ বেড়ে যাচ্ছিল। সরকার এ সিন্ডিকেট ভেঙে দেয়ার উদ্যোগ নিয়েছে। এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না। টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। টিকিট বুকিং করার ৭২ ঘণ্টার মধ্যে টিকিট কনফার্ম না করলে এয়ারলাইন্সগুলো টিকিট বাতিল করে দেবে। বর্তমানে যেসব টিকিট অগ্রিম বুকিং করা হয়েছে সেগুলোও সাত দিনের মধ্যে যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার দিয়ে বুকিং কনফার্ম না করলে টিকিট বাতিল করা হবে। ধর্ম উপদেষ্টা আরো বলেন, সিন্ডিকেট ধরতে গঠিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এ ছাড়া গঠিত টাস্কফোর্স নিয়মিত এয়ারলাইন্স ও সিন্ডিকেটের কার্যক্রম মনিটরিং করবেন। এই নতুন ব্যবস্থার ফলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে সিন্ডিকেট ব্যবসা করার সুযোগ থাকবে না। ইনশাআল্লাহ, ওমরাহ যাত্রীদের জন্য এটি বড় একটি স্বস্তি বয়ে আনবে।
বেসরকারি ওমরাহ এজেন্সি মালিকরা জানিয়েছেন, সরকারের এ সিদ্ধান্ত নেয়ার খবরে সবার মাঝে স্বস্তি নেমে এসেছে। আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ নয়া দিগন্তকে বলেন, সরকারের সিদ্ধান্তের বিষয়টি আমরা জানতে পেরেছি। মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা সদস্যদের জানিয়ে দিয়েছি। তিনি বলেন, আমরা অনেক দিন ধরেই টিকিটের সমস্যা নিরসনে প্রচেষ্টা চালিয়ে আসছিলাম। যার ফল আমরা পেয়েছি। এ জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এখন থেকে সব এজেন্সি সমান সুযোগ পাবে এবং টিকিটের দামও সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা করছি।


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল