০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`
রাজপতে মৃত্যুর হানা

সুনামগঞ্জ ও রাঙ্গুনিয়ায় তিনজন নিহত

-

সুনামগঞ্জ ও সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রাঙ্গুনিয়ায় একটি টমটম উল্টে নিহত হয়েছেন একজন।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের আহসানমারা সেতু এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গতকাল দুই যাত্রী নিহত হয়েছেন। আরো দু’জনের আহত হয়েছেন। নিহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে জমির আলী (৩৫) এবং একই গ্রামের ফিরোজ আলীর ছেলে আলীনুর (৪০)। আহত দু’জন একই এলাকার আকিলপুর গ্রামের সমর পালের ছেলে জনিক (২২) এবং সাদকপুরের আবু সাঈদের ছেলে সুমেন (২৯)। পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, সিলেটের গোয়ালাবাজার থেকে ওরস শেষ করে ফিরছিলেন সিএনজি যাত্রীরা। ভোরে সুনামগঞ্জের আহসানমারা সেতু এলাকায় পৌঁছতেই অন্য দিকে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস আহসানমারা সিএনজি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়ায় টমটম উল্টে একজন নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ফারুক (২২)। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। গতকাল ভোরে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া মডেল থানার সামনে এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার সরফভাটা গোডাউন থেকে চন্দ্রঘোনা বুজ্জেরদোকান জ্বালানি কাঠ আনতে যাওয়ার পথে রাঙ্গুনিয়া মডেল থানার সামনে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো যায়। এ সময় গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে চারজন আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয় ও গুরুতর আহত সরফভাটা গোডাউন এলাকার বাসিন্দা জাফর আহম্মদের ছেলে ফারুককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

 


আরো সংবাদ



premium cement