আগের মতো দেখা মেলে না জাতীয় পাখি দোয়েলের
- জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪
দোয়েল (Copsychus saularis) বাংলাদেশের জাতীয় পাখি এবং আমাদের গ্রামীণ ও শহুরে পরিবেশের একটি চিরচেনা নাম। একসময় এই পাখি গ্রামে-গঞ্জে, শহরের পার্কে, বাগানে, এমনকি বাড়ির উঠোনেও দেখা যেত। দোয়েল তার মিষ্টি ডাক ও চঞ্চল আচরণের জন্য বিশেষভাবে পরিচিত। কিন্তু বর্তমানে এই পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগের মতো সহজে দোয়েল দেখতে পাওয়া যায় না।
দোয়েল পাখির বসবাস প্রধানত গাছের ডালে, ঝোপঝাড়ে ও বাগানে। কিন্তু নগরায়ণ, শিল্পায়ন এবং কৃষিজমি সম্প্রসারণের ফলে বনভূমি দ্রুত ধ্বংস হচ্ছে। শহর ও গ্রামাঞ্চলে গাছপালা কেটে বসতি গড়ে তোলা হচ্ছে, ফলে দোয়েল পাখির প্রাকৃতিক আবাসস্থল সঙ্কুুচিত হয়ে যাচ্ছে। বাসা বাঁধার জায়গা না পেয়ে এই পাখির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।
কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে দোয়েলের খাদ্য হিসেবে পরিচিত পোকামাকড়ের সংখ্যা কমে যাচ্ছে। ফলে দোয়েলসহ অন্যান্য পাখিও খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে এবং তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া, এসব বিষাক্ত রাসায়নিক উপাদান সরাসরি দোয়েলের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
শহর ও গ্রামাঞ্চলে ক্রমবর্ধমান যানবাহনের শব্দ, কলকারখানার শব্দ এবং মাইকের উচ্চ শব্দ দোয়েল পাখির জন্য অত্যন্ত ক্ষতিকর। দোয়েল শান্ত ও নিরিবিলি পরিবেশে বাস করতে পছন্দ করে, কিন্তু শহুরে কোলাহলের কারণে তারা পালিয়ে যাচ্ছে অথবা তাদের প্রজনন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
দোয়েল সাধারণত ছোট ছোট পোকামাকড়, কেঁচো, ফল-মূল ইত্যাদি খেয়ে থাকে। কিন্তু কীটনাশক ব্যবহারের ফলে এদের প্রধান খাদ্য উৎস কমে যাচ্ছে। ফলে দোয়েল পর্যাপ্ত খাদ্য পায় না, যা তাদের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ।
অনেক এলাকায় দোয়েল পাখি খাঁচায় বন্দী করে বিক্রি করা হয়। সুন্দর গান গাওয়ার জন্য অনেকেই দোয়েল পাখি ধরে খাঁচায় রাখেন। ফলে এদের প্রজনন বাধাগ্রস্ত হয় এবং সংখ্যা কমতে থাকে।
পরিবেশের পরিবর্তনের কারণে অনেক পাখির আবাসস্থল ধ্বংস হচ্ছে, যার মধ্যে দোয়েলও রয়েছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরার মতো সমস্যা পাখিদের জীবনধারায় প্রভাব ফেলছে এবং তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে।
দোয়েল পাখির সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হলো বন উজাড়, কীটনাশকের ব্যবহার, খাদ্য সঙ্কট, শিকার ও পরিবেশ দূষণ। আমাদের উচিত এসব সমস্যার প্রতি গুরুত্ব দেয়া এবং দোয়েলসহ অন্যান্য দেশীয় পাখিদের সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। দোয়েল পাখি শুধু আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা