০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

ওফার পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান

জেনারেল ওয়াকার-উজ-জামান ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেটদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেডে সালাম গ্রহণ করেন : আইএসপিআর -

চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশন (ওফা)’ আয়োজিত তিন দিনব্যাপী পুনর্মিলনীর দ্বিতীয় দিন গতকাল জমকালো আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রধান অতিথিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মো: মাসুদুর রহমান, কলেজ অধ্যক্ষ মাহিনুর আক্তার এবং ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশনের (ওফা) চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মতিন, পিটিএসসি (অব:)-সহ অন্যান্য অভ্যাগত অতিথি।
গতকাল সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায় সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী প্রাক্তন বীর সেনানী ক্যাডেটদের স্মরণে নির্মিত ‘৭১-এর ফৌজিয়ান’ এ পুস্পস্তবক অর্পণ করেন। এর পর বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্যারেডে সালাম গ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের ঊর্ধŸতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা, ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।

 

 


আরো সংবাদ



premium cement