০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

‘আয়নাঘর’ উন্মোচনের দাবিতে অবরুদ্ধ র‌্যাব-১ কার্যালয়

-

রাজধানীর উত্তরার র‌্যাব-১ কার্যালয়ের সামনে বিগত সরকারের ‘আয়নাঘর’ (গোপন বন্দিশালা) উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ৩০-৪০ জন নেতাকর্মী র‌্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অবরুদ্ধ করে রাখে প্রধান ফটক। এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো: রিজওয়ান ও শাহ জামাল সজীব। গতকাল দুপুরে জুমার নামাজের পর তারা র‌্যাব-১ এর কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় ভেতরে থাকা র‌্যাবের কোনো গাড়ি বাইরে যেতে চাইলে তাদের আটকে দেয় সিএআই নেতাকর্মীরা। এ সময় তারা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সাথে জড়িতদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে সিএআইর আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম বলেন, ‘রথ্যাব কর্তৃক দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী এবং তাদের পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
যুগ্ম আহ্বায়ক রিজওয়ান বলেন, জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ত্বরিত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
যুগ্ম আহ্বায়ক সজীব বলেন, বিভিন্ন জায়গায় এলিট ফোর্সের নিয়ন্ত্রিত গোপন নির্যাতন কক্ষগুলো জাতীয় মিডিয়ার মাধ্যমে উন্মোচন করতে হবে এবং চিরতরে সিলগালা করে দিতে হবে।
এ বিষয়ে রথ্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম বলেন, “আয়নাঘর বা গোপন বন্দিশালা উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে সিএআইর অল্পকিছু লোক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 


আরো সংবাদ



premium cement

সকল