দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান জামায়াতের
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। সবাই মিলে জোর দাবি তুলি, গত ১৫ বছরে যারা খুন, গুম, লুটপাট, দুর্নীতি বিশেষভাবে ২৪ এর গণহত্যা সংঘটিত করেছে, অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, আমরা আশা করি সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পক্ষে থাকবেন। নাগরিকদের জানমাল, নিরাপত্তা, ইজ্জত-আব্রু এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো অপশক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে।
জামায়াত সেক্রেটারি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে পাচার ও লুণ্ঠনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা, নিরীহ জনগণের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা বিধান করা এবং অতি দ্রুত গণহত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
ইরানের ইসলামিক রেভ্যুলিউশনের ৪৬তম দিবসে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ : ইরানের ইসলামিক রেভ্যুলিউশনের ৪৬তম দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চ্যাভুসি রাজধানী ঢাকার ‘হোটেল ওয়েস্টিন’ এ এক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতারা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেনÑ নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
অনুষ্ঠানে জামায়াত আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছাবাণী ইরানের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গেলাম পরওয়ার। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল ইরান ও বাংলাদেশের মাঝে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা