০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

নারায়ণগঞ্জে মা-ছেলে অন্যান্য স্থানে নিহত ৫

-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সিলেটে রোলারের ধাক্কায় এক ভারসাম্যহীনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় আহত স্থানীয় এক বিএনপি নেতা মারা গেছেন। শ্যামনগরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। টাঙ্গাইল মহাসড়কে নিহত হয়েছেন এক গার্মেন্টকর্মী।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে মহাসড়কের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিহতরা হলেন গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), তার ৫ বছয়র বয়সী ছেলে আরিয়ান আহম্মেদ রাফি এবং রংপুরের পীরগাছা থানার আবদুল ওহাবের ছেলে অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)।
সিলেট ব্যুরো জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজে ব্যবহৃত সিনা হাইডো কোম্পানির একটি রোলারের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার ইউনিয়নের ফকিরেরগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, মহাসড়কের উন্নয়ন কাজ চলাকালে সিনা হাইডো কোম্পানির একটি রোলারের নিচে পড়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার ছয় দিন পর মারা গেলেন বিএনপি নেতা মোতাহার হোসেন (৫৮)। গতকাল দুপুর ১২টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
মোতাহার হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমান কারিকরের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির ওরফে হজরত আলী (৫৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামনগর-কাশিমাড়ী সড়কের নকিপুরে সুন্দরবন নার্সিংহোমসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হজরত আলী সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর মধ্যপাড়া গ্রামের বসবাস করেন। তিনি কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরীআটি গ্রামের মৃত সুরমান গাজীর ছেলে।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সজীব মিয়া (২৮) নামে এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। তিনি কালিহাতী উপজেলার পালিমা গ্রামের চুন্নু প্রামাণিকের ছেলে।
এ সময় একই এলাকার ফারুক হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সজীব ঘটনাস্থলেই নিহত হন। তারা গাজীপুরে একটি শিল্পকারখানায় ডিউটি শেষে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন।

 


আরো সংবাদ



premium cement

সকল