০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

ছাত্র-জনতার দল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত ফেব্রুয়ারিতেই

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে নাম ও প্রতীকসহ দেশের সাধারণ নাগরিকদের থেকে মতামত গ্রহণ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে। অফলাইনে অন্তত প্রায় এক লাখ মানুষসহ ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে অনলাইন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই মতামতের ভিত্তিতে চলতি মাসের মধ্যেই দল গঠনের চূড়ান্ত ঘোষণাও দিতে চায় সংগঠনদ্বয়। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শিগগিরই নতুন দলের ঘোষণা নিয়ে আসতে চাই। এই নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কী প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে চাই। দেশের ভবিষ্যতের মূল অগ্রাধিকারগুলো নির্ধারণ করতে আমরা দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি।

তিনি আরো জানান, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে অন্তত এক লাখেরও বেশি মানুষের মতামত সংগ্রহ করা। নতুন দলের জন্য নাম, প্রতীক এবং নানা বিষয়ে প্রস্তাবের জন্য জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনি কেমন দল চান, আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে একটি রাজনৈতিক দল গঠনের জন্য সাধারণ জনগণের মতামত নেয়া হচ্ছে। নতুন দল গঠন হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। একই সাথে জনগণের প্রতিনিধিত্ব করে আমাদের রাজনৈতিক দল গড়ে তোলার জন্য দু’টি সংগঠন কাজ করবে। অনলাইনে ও অফলাইনে কার্যক্রম পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এটি আমাদের দেশে একটি নতুন রাজনৈতিক দল কর্তৃক জনমত গ্রহণের উদ্দেশ্যে গৃহীত সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা। আমরা শুধু একটি দল শুরু করছি না, আমরা এমন একটি আন্দোলন শুরু করছি যেখানে একজন পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত প্রত্যেক নাগরিকের তাদের জীবনকে প্রভাবিত করে এমন নীতিগুলো গঠনে মতামত রয়েছে।

তিনি আরো বলেন, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ স্লোগানের আওতায় মতামত গ্রহণের এ কর্মসূচি বাস্তবায়নে সারা দেশে সব কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে। রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার ও সর্বস্তরের এক লাখেরও বেশি মানুষের সাথে যুক্ত হয়েই আমরা নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ ও কর্মসূচি গ্রহণ করতে চাই। ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ফেসবুক পোস্টে লিখেছেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান, আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটা গড়তে চাই। কমেন্টে দেয়া ফর্মে আপনার মতামত জানান। ফরমটি পূরণ করতে মাত্র ৫ মিনিট লাগবে।


আরো সংবাদ



premium cement