দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাসটা গৌরবের
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭
জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোট ১০টি খণ্ডে ২৫০০ পৃষ্ঠার এই স্মারকের মোড়ক উন্মোচন করা হয় গতকাল। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাস পর এই প্রথম শহীদদের পরিচিতি ও শহীদ হওয়ার ঘটনার বিস্তারিত তুলে ধরে কোনো ডকুমেন্ট তৈরি করা হলো। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের প্রশংসা কুড়িয়েছে জামায়াত।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, পেশাজীবী, সুশিল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, শহীদদের পরিবারের সদস্য ও ছাত্রছাত্রীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি একযোগে দেশের ৯টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হয়। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবে নায়েবে আমির সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, খুলনা প্রেস ক্লাবে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রাজশাহী প্রেস ক্লাবে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, রংপুর প্রেস ক্লাবে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, চট্টগ্রাম প্রেস ক্লাবে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ শাহজাহান, সিলেট প্রেস ক্লাবে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বরিশাল প্রেস ক্লাবে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং ময়মনসিংহ প্রেস ক্লাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জুলাই বিপ্লবের শহীদ স্মারক গ্রন্থ ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং স্মরাক গ্রন্থের কপি শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করেন।
কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাসটা গৌরবের। কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের, কিছু হয় বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষত যারা দেশের জন্য জীবন দেন, অতীতেও দিয়েছেন, ‘৪৭ সালে, ৫২’র ভাষা আন্দোলনে ও ’৭১-এর মুক্তিযুদ্ধে এবং সর্বশেষ ’২৪-এর জুলাইয়ে। তাদের ইতিহাসটা গৌরবের।
এই স্মারক বিভিন্ন ভাষায় অনুবাদ করা হবে এবং অনলাইনের মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে দেয়া হবে, যাতে সব মানুষ জুলাই বিপ্লবীদের বীরত্বগাথা সম্পর্কে জানতে পারে জানিয়ে ডা: শফিকুর রহমান বলেন একটা দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামীর কিছু করণীয় আছে বলে আমরা মনে করি। ২৪-এর আন্দোলনে আমরাও শরিক ছিলাম। আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দলটিও একইভাবে মুক্তি পেয়েছে। সুতরাং এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা আদায় করা প্রয়োজন। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি, তাদের প্রতি সম্মান দিতে ও তাদের থেকে দোয়া নিতে। কারণ তারা সৌভাগ্যবান, তাদের পরিবার দেশের জন্য জীবন দিয়েছে।
তিনি বলেন, আজ গণমাধ্যমগুলো এখানে এসেছে তারাও কিন্তু ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন না। সে সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে। বিদেশে বসে যারা বাক এবং কলমযুদ্ধ চালিয়েছিলেন, দেশের মাটিতে তাদের পরিবারকে হেনস্তা করা হয়েছে, জেলে পুরে দেয়া হয়েছে। এমনকি নারীদেরকেও ছাড় দেয়া হয়নি। তাদের রুচি যে কত নিম্নস্তরের ছিল, এসব কর্মকাণ্ড থেকেই তা বোঝা যায়। যারা নিজেদের জীবনটা বিলিয়ে দিয়ে আমাদের আজকের এই পরিবেশটি উপহার দিয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আড়াই হাজার পৃষ্ঠার ১০ খণ্ডের এ স্মারক গ্রন্থ তৈরি হওয়ার পর আরো ৯৩ জন শহীদের তথ্য এসেছে। এ স্মারক গ্রন্থটি প্রকাশ চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত শহীদদের তথ্য আসবে, ততক্ষণ পর্যন্ত স্মারক গ্রন্থ প্রকাশ অব্যাহত থাকবে। শহীদরা কোনো দলের পরিচয়ে নয়, জাতির মুক্তির জন্য জাতীয় সংগ্রামে জীবন দিয়েছেন।
বিশেষ অতিথির বক্তৃতায় এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াত এ স্মারকগ্রন্থ প্রকাশ করে দায়মুক্ত হয়েছে। এটি একটি ঐতিহাসিক দলিল। এটি রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃতি পাবে। বিপ্লবের একটি ঘোষণাপত্র থাকতে হয়। আজকেও বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করতে পারেনি। সরকার অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে কাড়াকাড়ি হয় কিন্তু শহীদদের নিয়ে কেউ ভাবে না। ভারত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কিভাবে তৈরি করবে তা ভাবতে হবে। তারা এখনো পতিত খুনি হাসিনাকে ফেরত দেয়নি। তিনি বলেন, বাংলাদেশে আগামী বিপ্লব হবে ইসলামী বিপ্লব। বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না। ৫ আগস্ট তা প্রমাণিত হয়েছে। আপাতত ফ্যাসিবাদ দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেন, সরকার যেটি করতে পারেনি, জামায়াতে ইসলামী সেটি করিয়ে দেখিয়েছে। এক অসাধ্য সাধন করেছে জামায়াত। জাতির তরফ থেকে আমি জামায়াতকে আন্তরিক অভিনন্দন জানাই।
১২ দলীয় ঐক্যজোটের মুখপাত্র বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, জুলাই বিপ্লবের শহীদ স্মারক প্রকাশের মাধ্যমে জামায়াতে ইসলামী ইতিহাসের পাতায় এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এই সংগঠনের ওপর অনেক জুলুম নির্যাতন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, জামায়াতে ইসলামী এ দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সব আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৬ মাসে একটি গণহত্যারও বিচার করতে পারেনি। রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব জামায়াতে ইসলামীর হাতে দেয়া হলে, সব গণহত্যার বিচার সম্পন্ন হতো বলে আমরা বিশ্বাস করি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একুশে পদক প্রাপ্ত ডক্টর সুকোমল বড়ুয়া বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে বিগত সময় নানামুখী অপপ্রচার চালানো হয়েছে। বাস্তবে জামায়াতে ইসলামীর কার্যক্রম দেখে বুঝতে পারছি এই সংগঠনে দক্ষ ও সৎ নেতৃত্ব রয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রমাণিক বলেন, প্রতিবেশী রাষ্ট্রের নির্দেশে জামায়াতে ইসলামীর বহু নেতাকে হাসিনা সরকার হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায়বিচার হওয়া দরকার।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী এ দেশের কোনো অর্জন, কোনো ইতিহাস বিকৃত হতে দেবে না। সব ইতিহাস সংরক্ষণ করা হবে। জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে এবং করবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ এটার প্রমাণ জামায়াতে ইসলামী তাদের দায়িত্ব পালনের মাধ্যমে বারবার দিয়ে আসছে।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বপ্রথম শহীদ স্মারক প্রকাশিত হয়েছে এটি সত্যি প্রশংসনীয়। অথচ এটি করার কথা ছিল রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র সেদিকে মনোযোগী বলে মনে হচ্ছে না। আমরা জুলাই-আগস্ট আন্দোলনকে বদর যুদ্ধের ইতিহাস স্মরণ করে প্রেরণা জোগাতে সক্ষম হয়েছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়েম বলেন, জামায়াতে ইসলামী শহীদ ও আহতদের চিকিৎসার জন্য যে উদ্যোগ নিয়েছে রাষ্ট্র তা নিতে পারেনি। ৬ মাসেও রাষ্ট্র শহীদের নিয়ে কোন উল্লেখযোগ্য কাজ করেনি।
অনুষ্ঠানে শহীদ ইমাম হোসেনের ভাই রবিউল, শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান, শহীদ ফারহান ফাইয়াজে পিতা শহীদুল ইসলাম, শহীদ নাসিব হাসান দিয়ানের পিতা মো: গোলাম রাজ্জাক, সৈয়দ মুনতারি রহমান আলিফের বাবা গাজীউর রহমান বক্তৃতা করেন।
রংপুর ব্যুরো জানায়, রাজধানীর পাশাপাশি রংপুরেও উন্মোচন করা হয়েছে জামায়াতের জুলাই ২০২৪ এর স্মারক দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা গ্রন্থের মোড়ক উন্মোচন। নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন দলটির আমির ডা: শফিকুর রহমান। এ সময় বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালনা পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট কাওছার আলী প্রমুখ।
সিলেটের অনুষ্ঠানে অ্যাডভোকেট জুবায়ের
সিলেট ব্যুরো জানায়, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রক্তাক্ত জুলাই আন্দোলনের শহীদরা জাতির সম্পদ। তাদের জীবন ও তাজা রক্তে ফ্যাসিবাদের বিরুদ্ধে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণহত্যায় লেলিয়ে দেয়ার নিকৃষ্ট নজির বিশ্বে আর কোথাও নেই। বর্তমানে আমাদের সামনে এক বিপর্যস্ত বাংলাদেশ। ছাত্র-জনতার শাহাদতের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা যেন কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। এর ব্যত্যয় হবে জাতির জন্য আত্মহত্যার শামিল।
গতকাল দুপুরে সিলেট মহানগর জামায়াত আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহান আলীর পরিচালনায় নগরীর সুবিদবাজারের সিলেট প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত, সিলেট জেলা ও মহানগর জামায়াত, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক আইনজীবী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন।
জুলাই বিপ্লব ২ স্বাধীনতারই চেতনা বহন করে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগর জামায়াতের আয়োজনে ‘জুলাই ২০২৪ বিপ্লব শহীদ স্মারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ‘জুলাই বিপ্লব দুই স্বাধীনতারই চেতনা বহন করে। এই বিপ্লবের শহীদদের চেতনা হৃদয়ে ধারণ করে তাদের বহু আকাক্সিক্ষত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না মন্তব্য করে তিনি বলেন, তাদের আদর্শ ও সংগ্রাম আমাদের জন্য প্রেরণার উৎস।
গতকাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য আবুল হাসেম খান ও মাওলানা দেলোয়ার হোসাইন, মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খাইরুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো: সফি উদ্দিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মো: হোসেন আলী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আইউবী।
বরিশালে জামায়াতের শহীদ স্মারক মোড়ক উন্মোচন
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল মহানগরীর উদ্যোগে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারি বুধবার বরিশাল প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত স্মারক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।
বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু: বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান, মহানগরীর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসেন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন প্রমুখ।
ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : মাওলানা শাহজাহান
চট্টগ্রাম ব্যুরো জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণবিপ্লবের চেতনাবিরোধী ধারায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি মিলনায়তন এবং এস রহমান ও সুলতান আহমদ হলে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণিকা স্মারক ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ও অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম।
শহীদদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: ফয়সাল আহমদ শান্তর বাবা মো: জাকির হোসেন, মোহাম্মদ ফারুকের স্ত্রী সিমা বেগম, ইঞ্জিনিয়ার ওমর বিন আবছারের মা রুবি আকতার, মো: ইশমামের বড়ভাই মুহিবুল হক, মো: মাহিন প্রকাশ সাইমনের অভিভাবক রহিমা বেগম, মো: ইউছুপ প্রকাশ জুনাইদের স্ত্রী সাজেদা বেগম ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন।
গণহত্যার বিচার সম্পন্ন করার পর নির্বাচন দিতে হবে : রফিকুল ইসলাম খান
রাজশাহী ব্যুরো জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, শহীদদের যথাযথ মর্যাদা দেয়ার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের চেতনার বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, গণহত্যার সাথে জড়িতরা এখনো দেশের ভেতরে ঘাপটি মেরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর গণহত্যার বিচার সম্পন্ন করার পরই নির্বাচন আয়োজন করতে হবে।
গতকাল সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী। জামায়াতের রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও অধ্যাপক শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর মাইন উদ্দিন, জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমির মাওলানা আব্দুস সবুর, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, মহানগরীর কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, মাইনুল ইসলাম, সারওয়ার জাহান প্রিন্স, সিরাজুল ইসলাম, আশরাফুল আলম ইমন, তৌহিদুর রহমান সুইট, আমিনুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, হাফেজ নুরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা রুহুল আমিন, সালাহউদ্দিন আহমেদসহ রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমিরবৃন্দ। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে জুলাই বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
ময়মনসিংহ অফিস জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, কেউ কল্পনা করতে পারে নাই সাড়ে ১৫ বছরের জগদল পাথরের মতো চেপে বসা এই শাসকের হাত থেকে দেশ মুক্তি পাবে। আল্লাহ তায়ালা আমাদের এই সন্তানদের রক্তের বিনিময়ে দেশকে মুক্ত করেছেন। গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।