০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`
গ্রন্থমেলায় প্রাণের উৎসব

মেলাজুড়ে জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি

-

বিগত কয়েক বছর ধরে বইমেলাজুড়ে পুলিশের কার্যক্রমের কৃতিত্ব তুলে ধরা হলেও এবার বদলেছে মেলা প্রাঙ্গণ। হাসিনার পতনের পর বর্তমান সরকারের প্রথম গ্রন্থমেলায় ছাত্র বিপ্লবের ইতিহাস স্থান পেয়েছে। ‘জুলাই গণ-অভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যে বায়ান্নর চেতনার সাথে ২৪ এর প্রেরণায় একাকার প্রাণের মেলা। দুই প্রাঙ্গণে ফেস্টুন ও স্টল বিন্যাসে বায়ান্ন ও ২৪ এর নানা সেøাগানে ফুটে তুলা হয়েছে ভাষা আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি।
মেলার প্রবেশ গেট থেকে শুরু করে প্রতিটি স্টল ও পুরো এলাকায় স্টল বিন্যাসেও লাল কালো আর সাদা রঙে জুলাই-আগস্ট ছাত্র-জনতা বিপ্লবের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে। তাতে লিখা হয়েছে গণ-অভ্যুত্থানের নানান সেøাগান। যার অন্যতম ‘আপস না সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা’, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ,‘স্বাধীনতা তুমি শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা’, আমার খায় আমার পরে, আমার বুকেই গুলি করে’, ‘আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না’।

এ ছাড়া এবারের মেলাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। সেগুলোর নামকরণ ভাষা শহীদদের নামে করা হয়েছে। মেলার রঙ লাল, কালো ও সাদায় অঙ্গসজ্জা ও বিভিন্ন চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ফুটিয়ে তোলা হয়েছে। লাল বিপ্লবের এবং কালো হলো শোকের প্রতীক। রয়েছে জুলাই চত্বর নামে আলাদা চত্বর।
বইমেলা পঞ্চম দিন নতুন বই এসেছে ৯৮টি। এর আগের দিন নতুন বই এসেছে ৪৭টি। গতকাল বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হোসেনউদ্দীন হোসেন : প্রান্তবাসী বিরল সাহিত্য-সাধক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা। আলোচনায় অংশগ্রহণ করেন আবুল ফজল। সভাপতিত্ব করেন শহীদ ইকবাল।
প্রাবন্ধিক বলেন, গভীর জীবনবোধ, ইতিহাস-চেতনা এবং প্রাগ্রসর চিন্তাশক্তি হোসেনউদ্দীন হোসেনকে সৃষ্টিশীল ও বিরল সাহিত্য-ব্যক্তিত্বে পরিণত করেছে। কৃষক পরিবারের সন্তান হিসেবে তিনি নিজেকে কৃষক পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। হোসেনউদ্দীন হোসেনের কর্মজীবন যেমন বৈচিত্র্যময়, লেখালেখির ক্ষেত্রেও ছিলেন বহুমুখী। কবিতা, গল্প, উপন্যাস, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনীমূলক রচনা ইত্যাদি বিষয়ে স্বতন্ত্র চিন্তার মৌলিক গ্রন্থ রয়েছে তার। গভীর জীবনবোধ ও বাস্তবতার বিনির্মাণ, রূপক তৈরির কুশলতা তাকে কালোত্তীর্ণ শিল্পীর মর্যাদায় অভিষিক্ত করেছে। তিনি ইতিহাসের দায়বদ্ধতা থেকে নিবিড় পর্যবেক্ষকের দৃষ্টিতে বাংলার সংগ্রামী চেতনাকে দেখেছেন।

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি রেজাউদ্দিন স্টালিন এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শিবলী আজাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন- কবি আতাহার খান এবং আলমগীর হুছাইন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ এবং কাজী সামিউল আজিজ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, মো: আরিফুর রহমান, তাপসী রায়সহ অনেকে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : মাহবুবুল হক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন তারিক মনজুর। আলোচনায় অংশগ্রহণ করবেন মাহবুব বোরহান এবং মুহাম্মদ আসাদুজ্জামান। সভাপতিত্ব করবেন সৈয়দ আজিজুল হক।
মেলায় জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে লেখা ‘শেখ হাসিনার পতনকাল’ নামে নতুন বই নিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। এ বইয়ে চিত্রিত হয়েছে শেখ হাসিনার দুঃশাসনকাল ও জুলাই গণ-অভ্যুত্থানের নানান দিক। প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে বইটি। ২৫% ছাড়ে বইটি প্রি-অর্ডার করা যাবে ৪৫০ টাকায়।
ছোটদের সময় প্রকাশনীর নতুন বই ‘গোয়েন্দা কবলে মুগ্ধ’। এর লেখক গণমাধ্যম ব্যক্তিত্ব, উপস্থাপক সাংবাদিক গীতিকার ও সঙ্গীত শিল্পী আমিরুল মোমেনীন মানিক। এই কিশোর উপন্যাসটির দাম ২৫০ টাকা। সোহরাওয়ার্দী উদ্যানের শিশুকর্ণার ছোটদের সময় প্রকাশনী ৮৮৯ স্টলে বইটি পাওয়া যাবে। এ ছাড়া প্রকাশিত হয়েছে আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস সময় বহিয়া গেল। এটির প্রকাশক প্রথমা প্রকাশন। এবং জুলাই বিপ্লব স্মৃতির দর্পণে ‘২৪-এর গণঅভ্যুত্থান’। বইটির লেখক মো: মতিউর রহমান। এটি প্রকাশ করেছে মিফতাহ প্রকাশনী। লেখক মাসুম আবদুল্লাহ এর ‘ফতোয়া অধ্যয়নের মূলনীতি’। এটি প্রকাশ করেছে ইলহাম পাবলিকেশন্স।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আ'লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা গাজা দখলের ঘোষণা ট্রাম্পের বিএনপির মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ নেতাসহ সবাই খালাস স্বৈরাচার ও দোসরদের দ্রুত বিচার করুন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ছাত্র-জনতার বিক্ষোভ সেনাপ্রধানের সাথে সেন্ট্রাল আফ্রিকান সশস্ত্রবাহিনীর চিফ অব স্টাফের সাক্ষাৎ ছাত্র-জনতার দল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত ফেব্রুয়ারিতেই দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাসটা গৌরবের রংপুর ও রাজশাহী বিভাগের পেট্রলপাম্প ধর্মঘটে ভোগান্তি জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে অনন্য ঘটনা : নাহিদ ইসলাম

সকল