পৃথক স্থানে নিহত ৭
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৫
গাজীপুরের কালিগঞ্জ, নারায়ণগঞ্জের আড়াইহাজার, পিরোজপুরের কাউখালী, ময়মনসিংহের ফুলপুর এবং মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শসা ভর্তি একটি পিকআপ সড়কের পাশের ডোবায় পড়ে চালক-হেলপার ও ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোরে কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের ডাসার থানার মেধাকুল এলাকার মো: নাসিরের ছেলে পিকআপচালক মো: সাকিব (২২), খুলনার সোনাডাঙ্গা থানার সোনারবাংলা গলি এলাকার আব্দুস সোবহানের ছেলে হেলপার আল আমিন (২৪) ও সিলেটের ওসমানীনগর থানার দক্ষিণ কালনীরচর এলাকার আব্দুল নূরের ছেলে ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (২৬)।
গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সিলেট থেকে শসা ভর্তি করে একটি পিকআপ ভ্যান গাজীপুরের জয়দেবপুরে যাচ্ছিল। পথে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে যায়। এতে পানিতে তলিয়ে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই পিকআপের চালক-হেলপার ও ব্যবসায়ী নিহত হন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী পিকআপ খাদে পড়ে গেলে ঘটনাস্থলে আ: রাজ্জাক (৫০) নামে একজন নিহত এবং দুইজন আহত হন। গতকাল উপজেলার জালাকান্দিতে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জুয়েল (৪৫) ও আবুল হোসেন (৪০) নামে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম আ: রাজ্জাক (৪৮)। তার বাড়ি পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। সে পিকআপের যাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ দিয়ে রূপগঞ্জ থেকে তিনজন লোক গরু বিক্রি করার জন্য বিশনন্দি গরুর হাটে যাচ্ছিল। তারা জালাকান্দি এলাকায় পৌঁছলে পথচারীকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আ: রাজ্জাক নামে একজন নিহত এবং দুইজন আহত হন।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালীতে অটোচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে হাবিবা (৬) গতকাল সকালে মায়ের সাথে তার এক আত্মীয়কে অটোতে উঠিয়ে দেয়ার জন্য কাউখালী নৈকাটি সড়কের কাঁঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অটো স্কুলছাত্রীকে ধাক্কা দিলে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসা অবস্থায় দুপুরে হাবিবা মারা যায়।
হাবিবা স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বলেন, হাবিবা ভালো ছাত্রী ছিল এবং নিয়মিত বিদ্যালয়ে আসত। ছাত্রীটি খুবই শান্ত প্রকৃতির ছিল।
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলপুরে গতকাল মালবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে সুলতান মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
জানা যায়, ফুলপুর উপজেলার রূপসী গ্রামের তালেব হোসেনের পুত্র সুলতান মিয়া বাড়ি থেকে মোটরসাইকেলে তার ব্যবসাস্থল আমুয়াকান্দা বাজারে যাওয়ার পথে ফুলপুর-বালিয়া সড়কে দিউ গ্রামের শিকদার বাড়ির সামনে পৌঁছলে একটি মালবাহী ট্রলির সাথে সংঘর্ষ হয়। এ সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে সুলতান মিয়া গুরুতর আহত হন। এ সময় লোকজন ফুলপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শ্রীনগর পুরাতন ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসচাপায় এক পথচারী (৫৫) নিহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটারদিকে এ ঘটনা ঘটে। ওই পথচারীর (পুরুষ) পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় দূরপাল্লার একটি বাস লোকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লোকটি নিহত হন। ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।